সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তায় আবর্জনা ফেলার প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হতে হয়েছিল বিরাট-অনুষ্কাকে৷ এবার নেটদুনিয়ায় কটাক্ষের শিকার রণবীর সিং৷ এক যুবককে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছিলেন তিনি৷ পালটা রণবীরের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করল ওই যুবক৷
দিনকয়েক আগের ঘটনা৷ গাড়ি নিয়ে যাচ্ছিলেন রণবীর সিং৷ অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল ওই যুবক৷ রাস্তার মাঝেই রণবীরের গাড়িতে ধাক্কা দিতে যাচ্ছিল সে৷ রেগে যান অভিনেতা৷ গাড়ি থেকে নেমে ওই যুবকের সঙ্গে কথা বলতে যান তিনি৷ কিন্তু অভিনেতার সঙ্গে কথা বলার সময় কোথায় ওই যুবকের? রণবীর দেখেন নিজের মোবাইলেই কথা বলতে ব্যস্ত যুবক৷ দুর্ঘটনা ঘটতে চললেও কোনও হুঁশই নেই তার৷ তাতেই আরও বিরক্ত হন রণবীর৷ ফোনালাপে বিঘ্ন ঘটিয়েই ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন তিনি৷ এখানেই শেষ হয়ে যায় ঘটনাটি৷
রাস্তাতেই মিটে গিয়েছিল গোটা ঘটনাটি৷ কিন্তু নেটদুনিয়ায় এই ঘটনার কথা তুলে ধরে ওই যুবক৷ ইনস্টাগ্রামে সেদিনের কথা তুলে ধরে সে৷ রাস্তার মাঝে গাড়ি চলছে এমনই একটি ভিডিও পোস্ট করে ওই যুবক৷ দাবি করে, দুর্ঘটনা তো দূর অস্ত৷ রাস্তার মাঝে প্রায় বিনা কারণেই রণবীর সিং নাকি তাকে অপমান করেছে৷ রণবীর সিংকে ভদ্রতা শেখারও পরামর্শ দেয় ওই যুবক৷ রণবীরের কেরিয়ার নিয়েও খোঁচা দিতে ভোলেনি যুবকটি৷
Badtameez insaaan
Baat karne ki tameez nahi tum jaise insaan ko ye bhi nahi pata ki kisi ki maa bahan ke saamne itni gaali kon deta hai pagal insaan agar yahi attitude raha to jaldi hi sadak par aa jayega pahle loge se baat karne ki tameez seekh phir hero bannaa flop actor-😡 pic.twitter.com/KgZqnFfE8e— Aquariussandesh (@aquariussandesh) September 3, 2018
ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ওই ভিডিওয় রণবীর সিংকে দেখা যায়নি৷ ভিডিওর সত্যতা নিয়েও প্রশ্ন করেছেন নেটিজেনদের একাংশ৷ রণবীরের পাশেই দাঁড়িয়েছেন তাঁরা৷ নির্ধারিত ট্রাফিক আইন মেনে ওই যুবককে গাড়ি চালানোর পরামর্শও দিয়েছেন কেউ কেউ৷ মোবাইল কানে নিয়ে গাড়ি চালানোর অভিযোগে মুম্বই পুলিশকে ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আরজি জানিয়েছেন অনেকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.