সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর বাকি আর মোটে একমাস। ইতিমধ্য়েই শপিংয়ে গা ভাসিয়েছেন শহরবাসী। অল্প অল্প করে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন অনেকেই। তা টলিপাড়ার অন্দরে কি পুজোর শপিং শুরু? কী ভাবছেন তারকারা?
পুজো প্রস্তুতি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদমাধ্যমে অভিনেত্রী শোলাঙ্কি রায় জানান, ”একটা সময় ছিল পয়লা বৈশাখ আর পুজোর সময় নতুন জামাকাপড় কেনা হত, এখন তো সারাবছরই কেনাকাটা চলে। তবে এবার আর আলাদা করে পুজোর কেনাকাটা হবে না। তেমন অনুভব করছি না।” অন্যদিকে, অভিনেত্রী ঊষসী চক্রবর্তী জানান, ”পুজোর কেনাকাটা হচ্ছে না। পুজোর সময় বেড়াতে যাওয়ার কথা আছে। দেখি যাব কিনা! আসলে কিছুই ভালো লাগছে না।”
শহর জুড়ে আর জি কর কাণ্ডের প্রতিবাদ। নিজের মতো টলিপাড়ার তারকারা প্রতিবাদে শামিল। তাই শহরের এমন পরিস্থিতিতে অনেকেরই মন ভালো নয়। ঠিক যেমন অভিনেতা সৌরভ দাসের। সৌরভের কথায়, ”পুজোর কেনাকাটার কথা এখনও মাথায় আসেনি। পুজো হয়তো হবে। কিন্তু সঙ্গে তিলোত্তমার সুবিচার চাই।”
সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো বেশ জনপ্রিয়। তাঁদের বাড়ির পুজোতে অংশ নেন টলিপাড়ার বহু তারকারা। সুদীপার কথায়, ”পুজো বন্ধ করতে পারছি না। এটা আমাদের পারিবারিক রীতি। কিন্তু আমন্ত্রিতদের পাত পেড়ে খাওয়ানোর রীতি এ বার পালিত হবে না। তাই মণ্ডপ ছোট করে দিচ্ছি।”
ছেলে ধীর হওয়ার পর এটাই প্রথম পুজো ঋদ্ধিমা ও গৌরব চক্রবর্তীর। কী প্ল্যান পুজোতে? ঋদ্ধিমার স্পষ্ট জবাব, ”আমরা যে দেবীর পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকি তিনি কিন্তু নারী। এক দিকে নারীশক্তির আবাহন অন্য দিকে, সেই নারীকেই অপমান! ভাবতে গিয়ে মন ভারাক্রান্ত হয়ে পড়ছে।” সঙ্গে অভিনেত্রী মনে করালেন, পুজোর সঙ্গে তো অনেক মানুষের আয় জড়িত, তাঁদের উপার্জনও বা কীভাবে হবে! তাই পুজো হোক, কিন্তু আনন্দ হোক একটু মেপে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.