Advertisement
Advertisement
Tollywood

উঠতি অভিনেত্রীকে ধর্ষণে অভিযুক্ত টলিউড পরিচালক

কাজের প্রস্তাব দিয়ে উঠতি নায়িকাকে বুটিকে ডাকেন ওই পরিচালক।

Tollywood director accused of harassments
Published by: Sandipta Bhanja
  • Posted:December 15, 2024 9:14 pm
  • Updated:December 15, 2024 9:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণে অভিযুক্ত টলিউড পরিচালক সৌম্যজিৎ আদক। ‘তিলোত্তমা’ নামে একটি সিনেমা তৈরি করেছিলেন। ‘গুলদস্তা’ ছবির ক্রিয়েটিভ প্রোডিউসারও ছিলেন সৌম্যজিৎ। সেই পরিচালকের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেন এক উঠতি অভিনেত্রী।

ওই অভিনেত্রীর অভিযোগ, কাজ দেওয়ার নাম করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন সৌম্যজিৎ। জানা গিয়েছে, রবীন্দ্র সরোবর এলাকার একটি বুটিক ব্যবসার সঙ্গে যুক্ত অভিযুক্ত সৌম্যজিৎ। অভিনেত্রীর অভিযোগ, সেখানেই তাঁকে ডেকে শারীরিকভাবে হেনস্তা করেন পরিচালক। এফআইআর-এ উল্লেখ, গত আগস্ট মাসে ঘটনাটি ঘটেছে। আর অভিযোগ দায়ের হয়েছে ৪ ডিসেম্বর। পুলিশের তরফে জানানো হয়েছে, উঠতি ওই অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে সৌম্যজিৎ আদকের বিরুদ্ধে। বর্তমানে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। যদিও টলিউড পরিচালক প্রাথমিকভাবে ওই উঠতি অভিনেত্রীর অভিযোগ অস্বীকার করছেন বলে খবর। তবে পুলিশ তার সত্যতা যাচাই করে দেখছে।

Advertisement

টলিউড সূত্রে খবর, সৌম্যজিতের বিরুদ্ধে এমন অভিযোগ অবশ্য এই প্রথমবার ওঠেনি। এর আগেও সোশাল মিডিয়ায় একাধিকবার এধরনের নানা অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে। তবে তখন থানা-পুলিশ হয়নি। কিন্তু এবারের ঘটনায় বিপাকে পড়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement