Advertisement
Advertisement

Breaking News

গৃহমন্ত্রকের দায়িত্বে ‘শ্রীমতী’, ঘর সামলানোর পাসওয়ার্ড জানাবেন স্বস্তিকা

'শ্রীমতী'দের গল্প বলবেন স্বস্তিকা।

Tollywood actress Swastika revels new movie poster.| Sangbad Pratidin
Published by: Paromita Kamila
  • Posted:February 6, 2021 8:27 pm
  • Updated:February 6, 2021 8:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : যে রাঁধে সে চুলও বাঁধে। প্রবাদটা তো সকলেরই জানা। কিন্তু কীভাবে সেটা সম্ভব হয়, ক’জন খেয়াল রাখে বলুন তো? এই যেমন ধরুন না, সকালে ঘুম থেকে উঠে স্বামী, বাচ্চা, শ্বশুর-শ্বাশুড়ি, সকলের জন্য দিনরাত চরকির মতো ঘুরতে থাকেন কারও স্ত্রী,মা বা বউমা। নিজের জন্য ভাববে, সময় কোথায়। আমাদের চারপাশে এমন অনেক শ্রীমতী আছেন, যাঁরা নিঃশব্দে প্রতিনিয়ত সামলে চলেছেন নিজেদের গৃহমন্ত্রক। তাঁদের কথা বলতে আসছেন আর এক শ্রীমতী, স্বস্তিকা মুখোপাধ্যায়। সামনে এসেছে অর্জুন দত্ত (Arjun Dutta) পরিচালিত ‘শ্রীমতী’-র পোস্টার। মূখ্য চরিত্রে স্বস্তিকা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই গল্প ফ্যানদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোহম চক্রবর্তী, তৃণা সাহাকেও।

[আরও পড়ুন: ‘অন্যায় দেখে নীরব থাকাটাও অন্যায়’, কৃষকদের পাশে দাঁড়িয়ে বলিউডকে তোপ নাসিরুদ্দিনের]

এর আগেও অর্জুন দত্তের ছবিতে অন্যরকম চরিত্রে ধরা দিয়েছিলেন স্বস্তিকা (Swastika Mukherjee)। ‘গুলদাস্তা’-য় মেকআপহীন সাধারণ মেয়ের চরিত্রে দাগ কেটেছেন অভিনেত্রী। দর্শকদের মুগ্ধ করেছেন একের পর এক ওয়েব সিরিজেও। ডলি মেহরার চরিত্রে ‘পাতাল লোক’-এ, বিরসা দাশগুপ্তের ‘ব্ল্যাক উইডোজ’ -এ জয়তী সারদেশাইয়ের ভূমিকায় অনবদ্য স্বস্তিকা। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে চরিত্রহীন থ্রি। পরিচালক দেবালয় ভট্টাচার্য রাবেয়া শামিনকে যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন তা দেখে মুগ্ধ দর্শকও।

Advertisement

গত বছর থেকেই টিনসেল টাউন মাতিয়ে রেখেছেন সাহসিনী স্বস্তিকা। একের পর এক ছবি পোস্ট করা হোক কিংবা ব্যক্তিগত নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে খবরের শিরোনামে থেকেছেন অভিনেত্রী। কিছুদিন আগে শুরু করেছেন সাইকোলজিক্যাল থ্রিলার ‘স্বাদ অনুসার’ ছবির শুটিং। শিলাদিত্য মৌলিক পরিচালিত ছবিতে স্বস্তিকাকে দেখা যাবে গ্রে শেডে। শুধুমাত্র যে বোল্ড-হট অবতারের ধরা দেবেন না বঙ্গ তনয়া স্বস্তিকা, তার প্রমাণ দিয়েছেন বারবার। শরীর নিয়ে যতই তাঁকে ব্যঙ্গ করা হোক না কেন, অভিনয়টাও যে তাঁর রক্তে, তিনি যে জাত অভিনেত্রী, কাজ দিয়েই প্রমাণ করে চলেছেন স্বস্তিকা।

[আরও পড়ুন:কোচিতে ছুটি কাটাতে গিয়ে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে সানি লিওনে!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement