সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটিজেনদের সমালোচনায় বিদ্ধ টলিউড নায়িকারা। কখনও নুসরত (Nusrat Jahan), কখনও মিমি (Mimi Chakraborty), কখনও আবার শ্রাবন্তী (Srabanti Chatterjee), তনুশ্রী (Tanushree Chakraborty), শুভশ্রী (Subhashree Ganguly)। সোশ্যাল মিডিয়ায় এই টলি সুন্দরীরা ছবি বা ভিডিও আপলোড করলেই নেটিজেনরা একেবারে ঝাঁপিয়ে পড়ছেন। নায়িকাদের কমেন্ট বক্স জুড়ে নানা মন্তব্য। এবার সেই বিপাকেই পড়লেন টলিউডের আরেক সুন্দরী নায়িকা পায়েল সরকার (Paayel Sarkar)। তবে পায়েলের সঙ্গে এমন ঘটনা প্রথম নয়। কয়েক দিন আগে এক ফটোশুটের ভিডিও আপলোড করে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছিলেন অভিনেত্রী। আর এবার খোলামেলা পোশাকের ছবি আপলোড করে রীতিমতো নেটিজেনদের কুমন্তব্য সহ্য করলেন পায়েল।
পায়েল তাঁর ইনস্টাগ্রামে (Instagram) সম্প্রতি আপলোড করেছেন একটি খোলামেলা ছবি। ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে সুইমিং পুলের পাশে নীল গাউন পরে বসে থাকতে। ছবি আপলোড করে পায়েল লিখেছেন, ‘সানডে মুড!’
ছবি দেখে নেটিজেনদের চোখ আটকেছে পায়েলের উন্মুক্ত পায়ের দিকেই। আর তা দেখেই শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। সুযোগ পেয়ে পায়েলকে নিয়ে নানা কু-মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। পায়েলের এই ছবি দেখে এক নেটিজেন টেনে আনেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিতর্কিত ‘রগড়ে দেব’ মন্তব্য। বিধানসভা নির্বাচনের আগে শিল্পীদের রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গেই এমন উক্তি করেছিলেন দিলীপ। সেই মন্তব্যকে টেনে সংশ্লিষ্ট নেটিজেন লেখেন, ‘দিলীপদা রগড়ে দেবেন!’
View this post on Instagram
শুধু এই মন্তব্যই নয়। অনেকে লিখেছেন, ভোটের আগে এসব করলে ভোটে জিতে যেতেন। তবে এসবকে একেবারেই পাত্তা দিচ্ছেন না পায়েল। অবশ্য কুমন্তব্যের পাশাপাশি পায়েলের এই ছবির প্রশংসাও করেছেন অনেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.