Advertisement
Advertisement

Breaking News

রাজ অতীত, এখন একে নিয়েই মজেছেন মিমি!

এবার তাঁর পরিবারে এল নতুন সদস্য৷

Tolly Actress Mimi Chakrabarty welcomes new member in her family
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 6, 2017 2:45 pm
  • Updated:February 6, 2017 2:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক’টা দিন আগেই তাঁর সম্পর্ক ভাঙার খবরে সরগরম ছিল নেটদুনিয়া৷ চলছিল নানা জল্পনা৷ তবে সেসব এখন অতীত৷ ভাঙা সম্পর্কের ইতিবৃত্ত পেরিয়ে এসেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী৷ এবার তাঁর পরিবারে এল নতুন সদস্য৷

পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রী মিমির সম্পর্কটা টলিপাড়ায় প্রায় সকলেরই জানা ছিল৷ তাঁদের প্রেমকাহিনীর ক্ল্যাইম্যাক্সটাও যেন ভেবে ফেলেছিলেন পরিচিতরা৷ তবে বাস্তব যে কোনও কল্পনাকেও হার মানায়৷ আর তাই টলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় জুটিতেও ধরল ভাঙন৷ দীর্ঘদিনের সম্পর্কের সুতোটা ছিড়ল৷ তবে কিনা গল্প শেষ হলেও নটেগাছটি মুড়োয় না৷ আর তাই কিছুদিন এ নিয়ে চলেছিল দেদার চর্চা৷ তবে সময়ের প্রলেপ সবকিছুকেই ভুলিয়ে দেয়৷ অতীতকে পিছনে ফেলে এগিয়ে যেতে হয় মানুষকে৷ নিখাদ এই বাস্তবতাকে মেনেই জীবনের সে পথে এগিয়েছেন মিমি৷ এগিয়েছেন রাজও৷ টলিঅন্দরে গুজব, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নাকি নয়া সম্পর্কের বাঁধনে জড়িয়েছে রাজ৷ দু’জনের জঙ্গল সাফারির ছবি সে জল্পনাতে ইন্ধন জুগিয়েছে৷ এবার এগনোর পালা মিমিরও৷ অবশ্য এখনও কোনও সম্পর্কে তিনি জড়িয়েছেন এমনটা শোনা যায়নি৷ তবে অন্য কিছুতে মজেছেন মিমি৷ সম্প্রতি টুইটারে তার কথা শেয়ারও করেছেন৷ নিজের পোষ্যের ছবি দিয়ে মিমি লিখেছেন, এই হল তাঁর পরিবারের নতুন সদস্য৷ নতুন এই সদস্য যে অনেকখানি ভালবাসার জায়গা জুড়ে আছে, তা স্পষ্ট৷

Advertisement

পোষ্যকে বেজায় ভালবাসেন মিমি৷ এর আগে একাধিকবার সে কথা জানিয়েছেন তাঁর ফ্যানদের৷ কোথাও দেখা গিয়েছে পোষ্যকে জড়িয়ে তিনি ছবি তুলছেন, কোথাও বা ফর্কে করে তাকে খাইয়ে দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে৷ মনোবিদরা বলেন, কেউ যখন খুব একা বোধ করেন, তখনই নাকি আঁকড়ে ধরেন পোষ্যকে৷ তবে কি সম্পর্কের চোরাগলি পেরতে পেরতে ক্লান্ত মিমিও কোথাও খুব একা বোধ করছেন? উত্তরটা হয়তো তোলা আছে শুধু অভিনেত্রী মনের গহনেই৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement