Advertisement
Advertisement

Breaking News

শরীরের কোন অংশ সবচেয়ে বিক্রি হয় জানালেন দেশি গার্ল!

আপনিও জেনে চমকে উঠবেন!

Today My Legs Sell Like 12 Or 15 Products: Priyanka Chopra
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 15, 2016 4:06 pm
  • Updated:September 15, 2016 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যা দেখা যাচ্ছে, লোকে যে তাঁকে ঠোঁটকাটা আখ্যা দেয়, সেটা এমনি এমনি নয়! এর আগেও নানা বিস্ফোরক মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া; এখনও সেই স্বভাব এতটুকু বদলায়নি!
অবশ্য, শুধুই অকপট মন্তব্য নয়। খবরের শিরোনামে নায়িকা জায়গা করে নিচ্ছেন আরও অনেক কারণেই! সম্প্রতি যেমন জানা গিয়েছে তাঁর উপার্জন এবং অভিনয় জগতে স্বীকৃতি সংক্রান্ত এক চাঞ্চল্যকর খবর। সেই খবর বলছে, প্রিয়াঙ্কা চোপড়া বিশ্বের সবচেয়ে ধনী ছোটপর্দার অভিনেতাদের মধ্যে জায়গা করে নিয়েছেন আট নম্বরে! ‘কোয়ান্টিকো’ ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি পেয়ে থাকেন প্রায় ১১ মিলিয়ন ডলার! অর্থাৎ ভারতীয় মুদ্রায় অঙ্কটা ১১০ লক্ষ!
অবশ্য এর চেয়েও চাঞ্চল্যকর খবর সংবাদমাধ্যমকে দিয়েছেন নায়িকা নিজেই! কবুল করেছেন, তাঁর শরীরের কোন অংশটি সবচেয়ে বেশি বিক্রি হয়! প্রিয়াঙ্কার এই অকপট জবানবন্দির বিষয়টি কি চমকে দিল আপনাকে?
অবাক হবেন না! বিশ্বের সব দেশেই নায়িকারা যতটা না অভিনয়ের জন্য বিখ্যাত, তার চেয়েও বেশি খ্যাতি কুড়িয়ে থাকেন শারীরিক সৌন্দর্যের নিরিখে। যে নায়িকার শরীরের যে অংশ নজরকাড়া, তাই বার বার তুলে ধরা হয় ছবিতে, রুপোলি পর্দায়! সেটাই এবার মুখ ফুটে বলে দিয়েছেন প্রিয়াঙ্কা- এই যা!

priyankachopra1_web
প্রিয়াঙ্কার বক্তব্য, তাঁর শরীরের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় পা! ”আজকাল সেরা ১২টা কী ১৫টা জিনিসের মতো আমার পা বিক্রি হয়”, বলছেন নায়িকা!
আচমকা কেন নায়িকার এহেন জবানবন্দি?
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মেক-ওভার নিয়ে মুখ খুলেছিলেন নায়িকা। সেখানেই উঠে এসেছে এই বিস্ফোরক জবানবন্দি! ”অল্প বয়সে চেহারা নিয়ে আমার সাঙ্ঘাতিক একটা হীনম্মন্যতা ছিল! আমার মনে হত, আমি বেশ কুৎসিত দেখতে! ফলে যখন মিস ইন্ডিয়ার খেতাব পাই, ব্যাপারটা আমার কাছে অকল্পনীয় বলে মনে হয়েছিল! আসলে, তার আগে পর্যন্তও আমি ছিলাম রীতিমতো এক টম-বয়! ছোট করে কাটা চুল, হাতে-পায়ে কাটাছড়ার দাগ! তার পরে একটা সময়ে নিজের লুক নিয়ে সচেতন হলাম। নিজেকে সাজিয়ে-গুছিয়ে রাখতে শিখলাম! সে সব করে দেখছি, আজকাল সেরা ১২টা কী ১৫টা জিনিসের মতো আমার পা বিক্রি হয়”, জানিয়েছেন নায়িকা!
প্রিয়াঙ্কার এই জবানবন্দিই বলে দিচ্ছে, সাফল্যকে বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন তিনি হালফিলে। এ সংক্রান্ত একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি। সেখানে তাঁকে দেখা যাচ্ছে বিখ্যাত খবরের কাগজ নিউ ইয়র্ক পোস্ট পড়তে! তারা বেশ বড়সড় এক সাক্ষাৎকার ছেপেছে নায়িকার। সঙ্গে ছেপেছে একগুচ্ছ ছবিও! বুঁদ হয়ে সেটাই দেখে চলেছেন নায়িকা।
ক্লিক করে দেখে নিন না ভিডিওটা! প্রিয়াঙ্কার এই ছেলেমানুষিও কম উপভোগ্য নয়!

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement