সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে ভোট টানতে তারকা প্রার্থীদের নামের ছয়লাপ। প্রচারে গ্ল্যামারের ঝলকে প্রায় ঝলসানোর মতোই অবস্থা। তারায় তারায় প্রচার মানে সেখানে যে উৎসুক দর্শকের ভিড় থাকবে, তা ধরে নেওয়াই যায়। তাই প্রচারের ময়দানে নেমে ভক্তদের সঙ্গে সেলফি তুলতে আর না করেনই বা কী করে! হাজার হলেও ভোট বাগানোর প্রশ্ন। তবে, প্রচারে নেমে সেলফি তুলতে গিয়ে কোথাও আসল এজেন্ডা থেকে সরে যাচ্ছে না তো। বা আসল কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে না তো! এমন প্রশ্নই উঠেছে তৃণমূলের অন্দরে। কারণটা, মিমি চক্রবর্তী। মিমি যেখানে থাকবে সেলফি তোলার আবদার তো সেখানে দলের কর্মীদের থাকবেই!-আর এতেই আপত্তি দলের শীর্ষ নেতৃত্বের। তাই সাফ নিষেধাজ্ঞা জারি করে রাশ টানা হয়েছে অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলায়। তৃণমূল কর্মীদের একাংশের বক্তব্য, এই সেলফি-গ্রুপফির চক্করে পড়ে ব্যাহত হচ্ছে আসল উদ্দেশ্য। দলের হাইকমান্ডের এই নিষেধাজ্ঞায় মন ভেঙেছে নিচুতলার কর্মীদের। শুধু তাই নয়, এতে বেজায় খেপে গিয়েছেন তাঁরা। সূত্রের খবর অন্তত এমনটাই বলছে।
[আরও পড়ুন: রাজস্থান পুলিশের মাদকবিরোধী প্রচারে ‘কলঙ্ক’ মিম, মুগ্ধ বরুণ]
এই বৃহস্পতিবার ভাঙরে কর্মিসভা রয়েছে মিমি চক্রবর্তীর। তৃণমূলের সদস্য তথা আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে এই প্রথম মিমি যাচ্ছেন ভাঙরে। এই কর্মিসভায় বক্তব্য রাখবেন তিনি। টলিপাড়ার গ্ল্যামারাস অভিনেত্রীকে কাছে পেয়ে সেই মুহূর্ত বন্দি করার সাধ যে তাদের মধ্যে জাগবে, সেটাই স্বাভাবিক। কিন্তু, এবার আর তা হওয়ার নয়। কারণ, সেসবে নিষেধাজ্ঞা জারি করেছেন তৃণমূলের শীর্ষনেতারা। ভাঙর ১ নং ব্লকের তৃণমূল নেতা কাইজার আহমেদ বলেন, “নায়িকার সঙ্গে সেলফি তুলতে গেলে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, কর্মীদের এসব আবদার রাখা যাবে না।” উপরমহলের এহেন নির্দেশে খেপে গিয়ে এক নিচুতলার কর্মীদের বক্তব্য, “দলের সিনিয়ররা নায়িকার সঙ্গে কত ছবি তুলছেন, আর আমাদের বেলায় না কেন! আমরা যদি প্রার্থীর সঙ্গে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে না পারি, তাহলে আর কী হল?” দলের এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন আরাবুল ইসলামও। প্রসঙ্গত, দিন কয়েক আগেই বারুইপুরের সভায় মিমির সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছিল আরাবুলকে।
[আরও পড়ুন: জল্পনা সত্যি করে কংগ্রেসেই যোগ দিলেন অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকর]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.