Advertisement
Advertisement

Breaking News

জানেন, কী করলে মিলবে টাইটানিক খ্যাত নায়িকার সঙ্গে ডেটিংয়ে যাওয়ার সুযোগ?

স্বপ্নের তারকাদের ছুঁয়ে দেখার সুযোগ আপনার হাতের মুঠোয়।

Titanic Fans Have A Chance To Win A Dinner Date With Leonardo DiCaprio and Kate Winslet
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 26, 2017 2:33 pm
  • Updated:July 26, 2017 2:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন ‘প্যায়সা ফেক, তামাশা দেখ’। এবার নগদ টাকা ফেললেই মিলবে ‘টাইটানিক’ খ্যাত সুন্দরী কেট উইনস্লেট ও হলিউডের ‘ব্লু আইড অ্যাডিকশন’ লিওনার্দো ডি ক্যাপ্রিও—র সান্নিধ্য। নিউ ইয়র্ক শহরের আপনার পছন্দ করা কোনও সাততারা রেস্তরাঁয় ‘রোজ’ কিংবা ‘জ্যাক’-এর সঙ্গে লাইভ ডেটিং ও প্রাইভেট ডিনারের সুযোগ পাবেন আপনিও। তাঁদের সঙ্গে কাটাতে পারবেন ঘণ্টার পর ঘণ্টা। ছুঁতে পারবেন আপনার স্বপ্নের তারকাদের।

কিন্তু কীভাবে মিলবে এই সুযোগ?

Advertisement

প্রতি বছরই উইনস্লেট ও দি ক্যাপ্রিও একটি নিলামের আয়োজন করেন। সেখান থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হয় তাঁদের চ্যারিটি ফাউন্ডেশনে। এছাড়াও অসংখ্য বেসরকারি সংস্থাকে আর্থিক সাহায্য করে থাকেন তাঁরা। ডি ক্যাপ্রিও বিশ্বের সবুজায়নের দিকটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। উইনস্লেট ক্যানসার ও অটিজম আক্রান্ত রোগীদের উপর কাজ করছেন। কাজ করছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের উদ্বাস্তুদের নিয়েও। তাঁদের পাশে দাঁড়াতেই উপার্জিত অর্থ ছাড়াও নিলামের মাধ্যমে অর্থ জোগাড় করেন রোজ-জ্যাক।

[ছবির রিভিউতে এ কী বলে বসলেন মিয়া খালিফা!]

প্রতি বছরের মতো এ বছরও সমাজসেবামূলক কাজের জন্য নিলামের উদ্যোগ নিয়েছেন উইনস্লেট ও ডি ক্যাপ্রিও। গত বছর তাঁদের ডাকা নিলামে সর্বোচ্চ অর্থ মিলেছিল ৪৫০ লক্ষ ডলার। সেই লক্ষ্যমাত্রা এবার অতিক্রম করবে বলেই আশাবাদী টাইটানিক খ্যাত যুগল। গত সোমবারই সেন্ট ট্রপেজের ফ্রেঞ্চ রিসর্টে আগামী নিলামের কথা ঘোষণা করে ‘লিওনার্দো দি ক্যাপ্রিও ফাউন্ডেশন’। জানানো হয়, এই সংস্থাকে নিলামে ৪৫০ লক্ষ ডলারের উপর যিনি সর্বাধিক মূল্য দিতে পারবেন, তিনিই বিজয়ী বলে ঘোষিত হবেন। সংশ্লিষ্ট অর্থ যাবে সমাজসেবামূলক কাজে। আর ওই বিজয়ী সুযোগ পাবেন কেট উইনস্লেট বা লিওনার্দো দি ক্যাপ্রিও-র সঙ্গে ড্রিম ডেটিংয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ।

তবে ডেটিংয়ের জায়গা ঠিক করা হবে বিজয়ীর পছন্দ অনুসারে। তাঁকে বেছে নেওয়ার জন্য দেওয়া হবে নিউ ইয়র্ক সিটির অভিজাত বিলাসবহুল রেস্তোরাঁগুলির একটি দীর্ঘ তালিকা। তা হতে পারে কোনও সাততারা হোটেল। হতে পারে কোনও ফ্লোটেলও। কিংবা কোনও ‘আলিশান’ ক্রুজ! ‘লিওনার্দো দি ক্যাপ্রিও ফাউন্ডেশন’-এর তরফে জানানো হয়েছে, প্রতিটি মহাদেশের ইচ্ছুক ব্যক্তিদের জন্য খোলা রয়েছে এই সুযোগ।

দেখুন কেট উইনস্লেটের সেই বিখ্যাত দৃশ্যের ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement