Advertisement
Advertisement

Breaking News

যৌন হেনস্তার দায়ে হিচকক! ৫৩ বছর পর!

হলিউডের ‘সাইকো’ পরিচালক নায়িকার সঙ্গে কী করতেন, জানলে চমকে উঠবেন!

Tippi Hedren Claims Alfred Hitchcock Sexually Assaulted Her
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 1, 2016 11:09 am
  • Updated:November 1, 2016 11:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাখির নাম লাভ বার্ডস৷ সেই ভালবাসার পাখি পৌঁছে দিতে গিয়েছিলেন মেলানি নামে এক তরুণী৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ জমাট বাঁধে রহস্য৷ অবশেষে অন্তিমপর্বে নানা অঘটন৷
ছবি– ‘দ্য বার্ডস’৷ পরিচালক অ্যালফ্রেড হিচকক৷ ৫৩ বছর পর পরিচালকের বিরু‌দ্ধে বিস্ফোরক সেই ‘মেলানি’৷ স্মৃতিকথায় বললেন পরিচালক তাঁকে যৌন হেনস্তা করেছিলেন৷ আজই মেলানির চরিত্রাভিনেত্রী অভিনেত্রীর আত্মজীবনী ‘টিপ্পি’ প্রকাশিত হচ্ছে৷ এই বইতেই টিপ্পি হেড্রেন লিখেছেন অ্যালফ্রেড তাঁকে রীতিমতো নজরে রাখতেন৷ হিচককের বিরু‌দ্ধে যৌন হেনস্তার অভিযোগও এনেছেন অভিনেত্রী৷ উল্লেখ্য, ২০১২ সালে এইচবিও-তে ‘দ্য গার্ল’ ছবিতে নিজের যৌন হেনস্তার কথা বলেন হেড্রেন৷
ষাটের দশকে অভিনেত্রী হেড্রেন হিচককের সঙ্গে বেশ কয়েকটি কাজ করেছেন৷ হিচকক জোর করে তাঁকে চুম্বন করতে চেয়েছিলেন, পরিচালকের ব্যবহারের প্রসঙ্গে এমনটাই বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর৷ প্রাক্তন স্বামী পিটার গ্রিফিথের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্কে আসেন হেড্রেন৷ সেই সময়ই হিচককের সঙ্গে তাঁর সম্পর্কের কথা বইতে লিখেছেন অভিনেত্রী৷

tippihedren1_web
শুটিংয়ের ফাঁকে টিপ্পি আর হিচকক

আটের দশকে মারা গিয়েছেন হিচকক৷ ‘মিল রিপ্লেসমেন্ট শেক’-এর বিজ্ঞাপন দেখে হেড্রেনকে মনে ধরে হিচককের৷ হেড্রেনের সঙ্গে পাঁচ বছরের অভিনয়ের চুক্তিও করেন৷ হেড্রেনের বক্তব্য, ১৯৬৩ সালে যখন ‘দ্য বার্ডস’-এর শুটিং চলছে, তখন হিচকক টিপ্পিকে নিজের সম্পত্তি মনে করতেন৷ সহ-অভিনেতাদের হুমকিও দিতেন৷ রড টেলর যাতে অভিনয়ের সময় হেড্রেনকে স্পর্শ না করেন, এমনও বলতেন৷ অন্য পুরুষ হেড্রেনের সঙ্গে কথা বললেও সন্দেহ করতেন৷ হেড্রেনের ভাষায়, ‘‘অন্য পুরুষের সঙ্গে কথা বললেই সাদা একটা চাহনি নিয়ে উনি তাকাতেন৷ একদল লোকের সঙ্গে কথা বলাও পছন্দ করতেন না৷’’
নিজের চালককে দিয়ে হেড্রেনকে বাড়ি পৌঁছে দিতেন ‘সাইকো’-র পরিচালক৷ হেড্রেন লিখেছেন, “লিমো গাড়ির পিছনের সিটে জোর করে আমাকে চুম্বন করতেও চেয়েছিলেন হিচকক৷ খুব অস্বস্তিকর মুহূর্ত৷” পরের ছবি ‘মারনি’-তে হিচককের সঙ্গে ফের কাজ করেন হেড্রেন৷ তাঁর দাবি, সেখানেও একইরকম পরিস্থিতির মুখোমুখি হন তিনি৷
বইয়ে হেড্রেন লিখেছেন, হিচককের অফিসের সঙ্গে তাঁর সাজপোশাক ও মেক-আপ রুমের মধ্যবর্তী একটি দরজা ছিল৷ সেটটাই এমন করে বানান হিচকক৷ হিচকক তাঁর গায়ে হাত দিতে চেষ্টা করেন বলে স্মৃতিকথায় লিখেছেন অভিনেত্রী৷ ঘটনাটি কুরুচিপূর্ণ ও নিন্দনীয় বলেই উল্লেখ করেছেন টিপ্পি৷ বেশি প্রতিবাদ করলে আরও বেশি হিংস্র হয়ে উঠতেন হিচকক, হেড্রেনের এমনটাই দাবি৷ এই যৌন হেনস্তার কথা হেড্রেন কাউকে বলেননি, কারণ এই বিষয়গুলির অস্তিত্ব আলাদা করে কেউ জানত না৷ উল্লেখ্য, টিপ্পি হেড্রেনের কন্যা মেলানি গ্রিফিথ কিংবা তাঁর জামাতা আন্তোনিও বান্দেরাস এই বিষয়ে কোনও মন্তব্য করেননি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement