Advertisement
Advertisement

বিমানে যৌন হেনস্তার শিকার বাঙালি অভিনেত্রী

অভিযোগ, বিমানকর্মীদের বিষয়টি জানিয়েও কোনও লাভ হয়নি৷

Tinaa Dattaa sexually harassed on a flight
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 11, 2016 2:57 pm
  • Updated:December 12, 2016 8:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  এবার বিমানে হেনস্তার শিকার হলেন অভিনেত্রী টিনা দত্ত৷ মাঝ আকাশে এক ব্যক্তি তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ টিনার৷ এমনকী, বিমানকর্মীদেরও নাকি অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি৷

কালার্স চ্যানেলের সিরিয়াল ‘উত্তরণ’-এ অভিনয়ের সুবাদে টেলিভিশনের দর্শকদের কাছে চেনামুখ টিনা৷ শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে অভিনেত্রী জানান, জেট ওয়ারওয়েজের 9W 7001 বিমানে করে মুম্বই থেকে রাজকোট একটি শো করতে যাচ্ছিলেন তিনি৷ মাঝ আকাশে তিনি বুঝতে পারেন পাশের যাত্রী অভব্য আচরণ করতে শুরু করেছেন৷ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন টিনা৷ যাত্রীটিও ক্ষমা চাইতে বাধ্য হয়৷ তবে টিনা সেখানেই বিষয়টি ছাড়তে রাজি ছিলেন না৷ বিমানের কর্মীদের তিনি এই বিষয়ে অভিযোগ জানান৷ কিন্তু, বিমানকর্মীরা তাঁকে বিষয়টি সেখানেই শেষ করার পরামর্শ দেন বলে অভিযোগ৷ পরে অভিযুক্ত ব্যক্তির আসন পরিবর্তন করে দেওয়ার কথাও নাকি বলা হয়৷

Advertisement

কিন্তু টিনার প্রশ্ন, এতেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়?  বিমানের একটি পরিবার ছাড়া আর কেউ প্রতিবাদ জানাননি৷ নিজেদের পরিবারের সদস্যের ক্ষেত্রেও কি তাঁরা এমনটাই করতেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement