Advertisement
Advertisement

ঠগদের নেতা ‘বিগ বি’, অমিতাভের এমন চেহারা দেখেছেন?

রণংদেহী ভূমিকায় অনবদ্য ফতেমা সানা শেখ৷

Published by: Tanujit Das
  • Posted:September 19, 2018 4:30 pm
  • Updated:September 19, 2018 4:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমির খান মানেই চমক, নতুনত্ব ও পারফেকশন৷ তাঁর সঙ্গে যদি যোগ দেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন, অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ফতেমা সানা শেখ৷ তবে তাকে অভিজ্ঞতা, বোল্ডনেস ও তারুণ্যের মিশেল বলতেই হয়৷ আসন্ন দীপাবলিতে এমনই চমক নিয়ে হাজির হচ্ছেন যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া ও পরিচালক বিজয়কৃষ্ণ আচার্য৷ ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে তাঁদের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ঠাগস অফ হিন্দোস্তান’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির জমকালো মোশন পিকচার৷ এবার প্রকাশ পেল ছবির দুই অন্যতম চরিত্র অমিতাভ বচ্চন ও ফতেমা সানা শেখের ‘ফার্স্ট লুক’-এর৷

[শ্বাসকষ্টে ভুগছেন প্রিয়াঙ্কা! অভিনেত্রীর টুইটে মন খারাপ অনুরাগীদের]

Advertisement

ফিলিপ মেডোর উপন্যাস ‘কনফেশনস অফ ঠাগস’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। ঐতিহাসিক প্রেক্ষাপটে ছবিতে দেখানো হচ্ছে জলদস্যুদের কাহিনি৷ সিনেমার বেশিরভাগ শুটিংই করা হয়েছে সমুদ্রে। এর জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের দুটি জাহাজ৷ এক বছর ধরে কয়েক হাজার শ্রমিকের পরিশ্রমে যা তৈরি হয় ইউরোপের মাল্টা উপকূলে৷ নেওয়া হয়েছে অভিজ্ঞ ডিজাইনারদের পরামর্শ৷ দু’টি জাহাজের ওজন হয়েছে দুই লক্ষ কিলোগ্রাম। ছবির লোগোটিতেও রয়েছে বিশাল চমক৷ ঢাল ও তরোয়াল নিয়ে তৈরি হয়েছে ছবির লোগো। রয়েছে যুদ্ধের মিউজিক, রাজাদের আমলের পতাকা, আলো-আঁধারি রাজপ্রাসাদ ইত্যাদি। সব মিলিয়ে মন মাতিয়ে দেওয়ার মতো লোগো প্রকাশ করেছে ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর নির্মাতার।

[মেঘনা গুলজারের পরের ছবির নায়িকা দীপিকা?]

এবার সিনেমার দুই চরিত্রের প্রথম আত্মপ্রকাশেও একই চমক বজায় রাখলেন পরিচালক৷ গ্রাফিক্যাল মোশন পিকচারের শুরুতেই দেখা যাচ্ছে দূর থেকে একটি বাজপাখি উড়ে আসছে এবং তার মধ্যে আত্মপ্রকাশ ঘটছে ‘বিগ বি’র৷ তাঁকে দেখা যাচ্ছে জাহাজের উপরে দলনেতার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে৷ তাঁর পোশাক ও চোখেমুখেই স্পষ্ট হয়েছে ঠগেদের নেতা খুদাবক্সের চরিত্রের ক্ষিপ্রতা৷ ‘মিস্টার পারফেকশনিস্ট’ অমিত খান নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অমিতাভের ছিবিটি৷ ‘বলিউড ডন’কে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘The biggest thug of all’৷ একইভাবে নিজ চরিত্রে অনবদ্য লাগছে ফতেমা সানা শেখকে৷ হাতে তির-ধনুক হাতে তাঁকে দেখা যাচ্ছে রণংদেহী ভূমিকায়৷ ইতিমধ্যেই অফিসিয়াল ফেসবুক পেজে ফার্স্ট লুকের ছবি প্রকাশ করেছে যশরাজ ফিল্মস৷ সূত্রের খবর, শীঘ্রই প্রকাশ্যে আসতে চলেছে ছবির দুই অন্য অভিনেতা আমির খান ও ক্যাটরিনা কাইফের চরিত্রের প্রথম লুক ও ছবির গান৷ যা নিয়ে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উত্তেজনা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement