this year nach baliye has heavy stars couples in list
নতুন তারকা জুটির সমাহার নিয়ে ফিরছে ‘নাচ বলিয়ে’
জানেন এবার কারা নাচের মঞ্চে প্রেমের ঝলক দেখাবেন?
Advertisement
Published by: Sangbad Pratidin Digital
Posted:February 18, 2017 12:04 pm
Updated:February 18, 2017 12:04 pm
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাহা আজ রটনা, তাহা কাল ঘটনা হতেই পারে৷ একসঙ্গে কাজ করতে করতে কখন যে মন দেওয়া-নেওয়া হয়ে যায়, কে জানে? তবে টেলিভিশনের দর্শকদের ক্ষেত্রে এই কথা খুব একটা খাটে না৷ কোথায় কোন সেটে ভালবাসার ফুল ফুটেছে৷ সব খবর রাখেন বোকাবাক্সের দর্শকরা৷ আর যেটুকু নজরের আড়ালে রয়ে যায়৷ তা সামনে আসে রিয়্যালিটি শোয়ে৷ এমনই কিছু জানা-অজানা জুটি নিয়ে ফিরে আসছে রিয়্যালিটি শো ‘নাচ বলিয়ে’৷