Advertisement
Advertisement

পাকিস্তানের ‘অ্যাঞ্জেল’কে অনায়াসেই টক্কর দিচ্ছেন ভারতের এই ‘মেসেঞ্জার’

হারিয়ে দিতে পারেন বাংলাদেশের হিরো আলমকেও৷ ভিডিওটি নিজের দায়িত্বে দেখবেন৷

This video of MSG Lion Heart 2 will leave you speechless
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 2, 2017 9:36 am
  • Updated:February 2, 2017 9:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের নাকি ‘বাবর’ ক্ষেপণাস্ত্র আছে৷ তা থাক৷ ভারতের ভান্ডারে ব্রহ্মস, পৃথ্বী থেকে অগ্নির সম্ভার রয়েছে৷ তার থেকেও মারাত্মক একজন রয়েছেন ভারতে৷ ‘নাপাক’দের যিনি চোখের পলক পড়াই আগেই শেষ করে দিতে পারেন৷ বিশ্বাস হচ্ছে না? বেশ নিজের চোখেই দেখে নিন স্বঘোষিত ‘এমএসজি লায়ন হার্ট পার্ট ২’-এর এই ভিডিওটি৷ ভাল-মন্দের বিচারের দায় আপনার৷

Advertisement

পাকিস্তানের ‘অ্যাঞ্জেল’ তাহের শাহ কিংবা বাংলাদেশের হিরো আলমকে দিব্যি টক্কর দিতে পারেন ভারতের এই ‘মেসেঞ্জার অফ গড’৷ শুধু সদোপদেশেই সীমিত নিয়ে স্বঘোষিত এই ধর্মগুরুর সমাজ উদ্ধার৷ সমাজের জন্য বিনোদনের ‘প্রকৃত’ উদহরণ রেখে যেতে চান তিনি৷ সেই কারণেই সেলুলয়েডে আবির্ভাব ঘটেছে তাঁর৷

Untitled-1

‘দেরা সাচা সওদা’ নামে এক ধর্মীয় সংগঠনের প্রধান এমএসজি৷ আসল নাম গুরমিত রাম রহিম সিং৷ তবে নিজেকে ভগবানের দূত (MSG) হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন তিনি৷ নিজ মহিমাতেই তৈরি করে চলেছেন এমন একের পর এক চলচ্চিত্র৷ ইতিমধ্যে দেশের একাধিক স্থানে নিষিদ্ধ হয়ে গিয়েছে তাঁর এই ছবিগুলি৷ কিন্তু লাভ-ক্ষতির হিসেব তিনি করেন না৷ সমাজ উদ্ধারই তাঁর পরম কর্তব্য৷ এর জন্য যে কোনও ‘সিস্টেম’-এর ভিত নড়িয়ে দিতে পারেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement