Advertisement
Advertisement

Breaking News

ক্যাট-আলিয়ার থেকেও ‘সেক্সি’ এই টেলি অভিনেত্রী

জানেন কে ইনি?

This TV actress beats Katrina-Alia and became third Sexiest Asian Woman
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 13, 2016 7:36 pm
  • Updated:November 3, 2020 8:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দা ছোট, তবে কেরামতি বড়৷ এতটাই বড় যে বড় পর্দাকেও পিছনে ফেলে দিয়েছে৷ খবরটা কয়েকদিন আগে শিরোনামে এসেছিল বটে, তবে কারও নজরে সেই সময় পড়েনি৷ কারণ সেই সময় সবার নজর ছিল দীপিকা পাড়ুকোনের দিকে৷ দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ‘সেক্সিয়েস্ট এশিয়ান উওম্যান’ হয়েছিলেন বলিউডের মস্তানি৷

কিন্তু এত সব কিছুর মধ্যে তালিকার তৃতীয় নামটি কারও চোখেই পড়েনি৷ সেই নামটি ছিল ভারতীয় টেলিভিশন অভিনেত্রী নিয়া শর্মার৷ ‘সেক্সিয়েস্ট’ হওয়ার দৌড়ে দীপিকা-প্রিয়াঙ্কার পরই রয়েছে তাঁর নাম৷ পিছনে ফেলে দিয়েছেন বলি বিউটি ক্যাটরিনা ও আলিয়াকেও৷ নিজের এই সাফল্য ইনস্টাগ্রামের মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন নিয়া৷ তখনই খবরটা সকলের নজরে আসে৷

Advertisement

টেলিভিশনের জগতে নিয়ার শুরুটা হয়েছিল ‘এক হাজারো মে মেরি বেহনা হ্যায়’ সিরিয়ালের মাধ্যমে৷ কুশল ট্যান্ডনের সঙ্গে তাঁর টক-ঝাল-মিষ্টি সম্পর্ক দর্শকদের বেশ পছন্দ হয়েছিল৷ এরপরই নিয়াকে দেখা যায় ‘জামাই রাজা’ নামে এক ডেলি সোপে৷ এখন তেমনভাবে টেলিভিশনে তাঁকে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় নিয়ার স্টাইলিশ অবতার বেশ পছন্দ দর্শকদের৷

@atlantisthepalm @victoriassecret #beachday

A photo posted by Nia Sharma (@niasharma90) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement