Advertisement
Advertisement

Breaking News

ফের লোকাল ট্রেনে সফর অনিল কাপুরের

আবারও ট্রেনে সফর করলেন অনিল কাপুর৷

This Superstar Traveled In A Local Train To Avoid Mumbai’s Ganpati Traffic
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 7, 2016 3:19 pm
  • Updated:September 9, 2021 2:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝেমধ্যেই লোকাল ট্রেনে সফর করতে দেখা যাচ্ছে অভিনেতা অনিল কাপুরকে৷ কয়েকদিন আগেই “২৪” ধারাবাহিকের দ্বিতীয় মরশুমের প্রচারে মুম্বইয়ের লোকাল ট্রেনে সফর করেছিলেন অনিল৷ সেই বার এই বলি সেলেবের আচমকা ট্রেনে যাওয়ার ঘটনায় বেশ কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল৷ পাশাপাশি, সাধারণ মানুষেরও উৎসাহ লক্ষ করা গিয়েছিল অভিনেতার এই ট্রেন সফরকে কেন্দ্র করে৷

কিন্তু সেই ঘটনার কয়েকদিনের মধ্যে আবারও ট্রেনে সফর করলেন অনিল কাপুর৷ এবার যদিও সফরের কারণ আলাদা৷ গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বইয়ে এখন বহু মানুষের সমাগম৷ আর এই উৎসবের দিনে তাই রাস্তাঘাটে বেশ ভিড়৷ সেই সঙ্গে রাস্তায় ছিল চোখে পড়ার মতো ট্র্যাফিক জ্যামও৷ আর সেই ভিড় এড়াতেই লোকাল ট্রেনে সওয়ার হয়েছিলেন অনিল৷ যদিও তিনি এই যাত্রায় একা ছিলেন না৷ ট্রেন সফরে তাঁর সঙ্গী হয়েছিলেন তাঁর স্ত্রী সুনিতাও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement