সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগ বস-এর অন্দর মহলে পাক সুন্দরীদের সমাগম আগেই হয়েছে৷ ভারতীয় দর্শকের স্মৃতিতে এখনও বিরাজমান বীনা মালিকের সৌম্যকান্তি৷ তবে এবারে সেই স্থান দখল করতে পারেন আরেক পাক সুন্দরী৷
কোয়ান্ডিল বালোচ৷ নামটা শুনেছেন কি? একটু হিন্ট দেওয়া যাক৷ সম্প্রতি বিরাট কোহলিকে প্রেম নিবেদন করেছিলেন পাকিস্তানের এক মডেল৷ এবারে মনে পড়ল তো? হ্যাঁ, সব ঠিক থাকলে এই পাক সুন্দরীকেই দেখা যেতে পারে বিগ বস-এর দশম সংস্করণে৷
নিজের লাস্যময়ী অবতারে দর্শকদের পাশাপাশি বিগ বস প্রতিযোগী অস্মিত প্যাটেলেরও মন জয় করেছিলেন বীনা৷ দু’জনের বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্ত ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়৷ যদি সূত্রের খবর সত্যি হয়৷ বিগ বস-এর আগামী মরশুমে বীনাকে বেশ টক্কর দেবেন মিস বালোচ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.