Advertisement
Advertisement

Breaking News

ফাঁস হল দীপিকা-রণবীরের গোপন হোয়াটসঅ্যাপ চ্যাট!

কী আছে সেই হোয়াটসঅ্যাপ কথোপকথনে? একবার পড়ে দেখুন না!

This Is What Ranveer & Deepika’s WhatsApp Conversation Looks Like
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 19, 2016 3:23 pm
  • Updated:August 19, 2016 3:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলিব্রিটিরা কখন কী করছেন, তা নিয়ে আম-জনতার একটা মাথাব্যথা থাকেই! তারার মতো ঝলমল করছেন যাঁরা, তাঁরা আলোর বাইরে কেমন, সেটা জানতে আগ্রহ থাকবে না?
তার উপর যদি একজন সেলিব্রিটি প্রেম করেন অন্য এক সেলিব্রিটির সঙ্গে, তবে কৌতূহলের মাত্রা বাড়ে বই কমে না! সেই জন্যই হালফিলে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংকে নিয়ে খবর আর ফুরাতেই চাইছে না! চিরুনি তল্লাশি চলছে তাঁদের ব্যক্তিগত জীবনের এক ঝলক দেখতে পাওয়ার জন্য।
এবং, একেবারেই যে তাঁদের ব্যক্তিগত জীবন ফাঁস হয়ে যাচ্ছে না- এমনটা কিন্তু নয়। মাস দুয়েক আগে নেট-দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল তাঁদের ব্যক্তিগত মুহূর্তের এক ভিডিও। এবার ফাঁস হল হোয়াটসঅ্যাপ চ্যাট।


কী আছে সেই হোয়াটসঅ্যাপ কথোপকথনে?
রণবীর এখন রয়েছেন সুইজারল্যান্ডে। সেখানে চলছে যশ রাজ ফিল্মস-এর প্রযোজনায়, আদিত্য চোপড়ার পরিচালনায় ‘বেফিকর’ ছবির শুটিং। সেই শুটিংয়ের মাঝেই রণবীর হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠালেন দীপিকাকে। দেখা গেল, একদল উন্মুক্তবক্ষা রমণীর সঙ্গে রণবীরের ছবি।
সেই ছবি দেখার পরে স্বাভাবিক ভাবেই বেশ রেগে গিয়েছেন দীপিকা। জেরাও করেছেন অধিকারপ্রবণ প্রেমিকার মতো! তা, তাঁকে শেষ পর্যন্ত কী ভাবে ঠান্ডা করলেন রণবীর?
চ্যাটটা তো রয়েছেই! একবার পড়ে দেখুন না!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement