Advertisement
Advertisement

Breaking News

ছুটির দিন দেবের সঙ্গে কীভাবে কাটালেন রুক্মিণী?

বান্ধবী যখন একটু মজা করতে চান, তখন দেব না ধরা দিয়েই বা যান কোথায়!

This is how Rukmini spents her holiday with dev
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 16, 2016 7:23 pm
  • Updated:December 16, 2016 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ব্যস্ততার মধ্যে একটা ফাঁকা দিন পেলে কী না করতে ইচ্ছে করে! তবে পরিকল্পনা করে যেন কিছুতেই কিছুই হয় না৷ বরং সব পরিকল্পনা বানচাল হয়ে যায়৷ আর আলসে ছুটির দিন এলোমেলো হয়েই আরও রঙিন হয়ে ওঠে৷ ঠিক সেরকমটাই হল দেবের প্রেমিকা রুক্মিণীর ক্ষেত্রে৷ একটা ছুটির দিন দারুণ মজা করেই কাটালেন নায়িকা৷

দেবের বিপরীতেই ‘চ্যাম্প’ ছবিতে দেখা যাবে তাঁকে৷ চলছে সে ছবির শুটিং৷ তবে এরই ফাঁকে একটা দিন ছুটি৷ সকালেই টুইটারে রুক্মিণী জানিয়েছিলেন, ছুটির দিন যে কী করে কাটাবেন ভেবে পাচ্ছেন না৷ কথায় বলে নেই কাজ তো খই ভাজ৷ অনেকটা যেন তাইই করলেন রুক্মিণী৷ টিম চ্যাম্পের সকলের সঙ্গে ছবি দিতে শুরু করলেন৷ টুইটারের দেওয়াল ভরিয়ে তোলাই যেন চ্যালেঞ্জ৷

Advertisement

কিন্তু তাতেও যেন মন ভরল না৷ অগত্যা ভিডিও৷ সেখানে এসে হাজির ছবির পরিচালক রাজ চক্রবর্তীও৷ তবে চমক আরও বাকি ছিল৷ ক্যামেরা একটু মুখ ফেরাতেই দেখা মিলল দেবের৷ বান্ধবী যখন ছুটির দিনে একা, তখন তিনি আর দূরে থাকেন কী করে! তাঁর অবশ্য হাতে বেশ কাজ৷ জানালেন, আজ একটা চেজ সিকোয়েন্সের কাজ চলছে৷ তার মধ্যেই অবশ্য একটু সময় বের করে এই ভিডিওতেও ধরা দিলেন৷ কেননা বান্ধবী যখন এভাবেই একটু মজা করতে চান, তখন তিনি না ধরা দিয়েই বা যান কোথায়!

এদিকে সেই নিয়ে দেদার খুনশুটি জমল টুইটারে৷ দেব রুক্মিণীর লেগপুল করলেন, পাল্টা বক্সিং এসে পড়ল দেবের মুখে৷ অবশ্য স্মাইলিতেই৷ তবে এদিন রুক্মিণী খোলসা করে জানিয়ে দিলেন, কোনও কোনও সম্পর্ক লুকিয়ে রাখা যায় না৷ বিশেষত এরকম দুষ্টুমিভরা সম্পর্ক তো একদমই নয়৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement