Advertisement
Advertisement

জানেন কি, এবারে নাচের মঞ্চ মাতাবেন কোন সেলেব্রিটিরা?

এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁদের প্রোফাইল।

These Are The Confirmed Contestants On ‘Jhalak Dikhhla Jaa’ Season 9
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 3, 2016 5:41 pm
  • Updated:July 13, 2018 3:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের অন্যতম বড় ডান্স রিয়েলিটি শো! তাকে নিয়ে অতএব নানা গুজব আর তার চেয়েও বেশি করে কৌতূহল তো থাকবেই!
তবে, ‘ঝলক দিখলা যা সিজন-৯’ নিয়ে পুরোপুরি ধোঁয়াশা কিছুতেই কাটতে চাইছে না। যেমন, জানা যাচ্ছে না, এই নবম পর্বে বিচারকের আসন আলো করবেন কোন সেলেবরা। কানাঘুষোয় শোনা গিয়েছে, তিন জন বিচারকের মধ্যে করণ জোহর থাকছেনই। তাঁর সঙ্গে খুব সম্ভবত এবার যোগ দিতে চলেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এছাড়া বিচারকের আসনে দেখা যেতে পারে বলিউডের নামজাদা কোরিওগ্রাফার গণেশ হেগড়েকে। আগের বারের মতো এবারেও শো হোস্ট করবেন মণীশ পাল।
আর প্রতিযোগীরা? তাঁরা না থাকলে তো শো-টাই হবে না!
বিস্তর টালবাহানার পরে ‘ঝলক দিখলা যা’ সম্প্রতি প্রতিযোগীদের একটা ফটোশুট প্রকাশ করেছে। তাও পুরোটা নয়। ১২ জন প্রতিযোগীর মধ্যে জানা গিয়েছে মাত্র ৮ জনের নাম।
তাই বা কম কী!
এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁদের প্রোফাইল।

গৌরব গেরা:

Advertisement

jhalak1_web
এই কৌতুকাভিনেতাকে এবার নাচতে দেখা যাবে ‘ঝলক দিখলা যা’-র মঞ্চে। ছুটকি অবতারেই নাচের মঞ্চে ধরা দেবেন তিনি।

অর্জুন বিজলানি:

jhalak2_web
‘নাগিন’ ধারাবাহিকে অভিনয় করে ছোটপর্দা মজিয়েছেন তিনি। এবার নাচ দিয়ে মন মাতানোর পালা!

সুরভিন চাওলা:

jhalak3_web
সুরভিনের সম্পর্কে আর নতুন করে কী-ই বা বলার আছে! ছোট থেকে বড়- দুই পর্দাতেই আগুন লাগিয়েছেন তিনি। এবার সেই আগুন ছড়িয়ে যাবে নাচের মঞ্চে।

করিশ্মা তন্না:

jhalak4_web
অনেক অনেক দিন হয়ে গেল, সে ভাবে দেখা যায়নি ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রীকে। এবার লাস্য আর হাস্যের সঙ্গেই তাঁর ঠুমকায় মাত হবেন ভক্তরা!

হেলি শাহ:

jhalak5_web
‘স্বরাগিণী’ ধারাবাহিকের বউমা স্বরা এবার নাচের মঞ্চে! সব বাধা যে তিনি ভাঙবেনই, তা ফটোশুটই বলে দিচ্ছে।

শক্তি অরোরা:

jhalak6_web
‘মেরি আশিকি তুম সে হি’ ধারাবাহিকে তাঁর অভিনয়ের জাদু দেখেছেন দর্শকরা! এবার নাচের পালা!

প্রিয়াঙ্কা আর পুনম শাহ:

jhalak7_web
এই দুই বোন অনায়াসে ভরতনাট্যমের ছন্দে মিশিয়েছেন হিপ-হপের দুলকি চাল! তাই নিয়ে মাতোয়ারা ইউটিউব, তাঁরাও সেনসেশন! সেই সেনসেশনের ঝলক এবার ছোট পর্দায়!

হরপাল সিং সোখি:

jhalak8_web
যিনি রাঁধেন, তিনি নাচের ছন্দেও নিজেকে বাঁধেন! সেই কথা এবার প্রমাণ করতে চলেছেন এই সেলেব্রিটি শেফ। এমনিতে তাঁর পরিচয় ‘এনার্জি শেফ’ হিসেবেই! এবার সেই ‘এনার্জি’-র ঝলক দেখা যাবে নাচের মঞ্চে।

জমজমাট প্রতিযোগিতা, সন্দেহ নেই!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement