Advertisement
Advertisement

Breaking News

আবেগে-আনন্দে ভরপুর ‘ডিয়ার জিন্দেগি’র টাইটেল ট্র্যাক

শুনে নিন গানটি৷

The Title Track Of Dear Zindagi Is An Emotional
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 2, 2016 3:51 pm
  • Updated:November 3, 2020 8:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখের শেখানো ফর্মুলায় মনে হয় বেশ উপকার পাচ্ছেন আলিয়া৷ জীবনের রং এবং ছোট ছোট মুহূর্তের ছোঁয়ায় বেঁচে থাকা যে কত সুন্দর হতে পারে সেই পাঠই আয়ত্ত করে ফেলেছেন তিনি৷ আর তাই পরিবার-পরিজন, আইসক্রিম, দুষ্টুমি, আলাপচারিতা, পড়ন্ত বিকেলে হেঁটে বেড়ানোর মধ্যেও খুঁজে নিয়েছেন জীবনের রসদ৷ আর আলিয়ার এই জীবনের আনন্দ খুঁজে নেওয়ার গল্পই দেখা গিয়েছে ‘ডিয়ার জিন্দেগি’-এর নতুন গানে৷

কিং খানের জন্মদিনের দিনই মুক্তি পেল তাঁর আগামী ছবি ‘ডিয়ার জিন্দেগি’-এর প্রথম গান৷ ছবির টিজার, পোস্টার এবং প্রথম ট্রেলার ইতিমধ্যেই ছবিটি সম্পর্কে দর্শকদের উৎসাহ বাড়িয়েছে৷ সদ্য মুক্তিপ্রাপ্ত এই গান যে ছবিটি সম্পর্কে দর্শকদের উৎসাহ আরও কয়েকগুণ বাড়িয়ে দিল তা আর বলার অপেক্ষা রাখে না৷

Advertisement

শুনে নিন গানটি:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement