Advertisement
Advertisement

‘উড়তা পাঞ্জাব’-এর নতুন গান যেন বিবেক দংশন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উড়তা পাঞ্জাব’ ছবিটি নিয়ে ইতিমধ্যেই বিস্তর উৎসাহের সৃষ্টি হয়েছে দর্শকদের৷ ছবির ডায়লগ ‘ড্রাগস দি মা দি’-ও ভাইরাল৷আরও পড়ুন:সিনেমা, ওয়াইন…, শীতের শহরে নিখিল-সৌরসেনীর প্রেম জমে ক্ষীর!৩ দিনে ৩ কোটি পার, ‘খাদান’-এর ব্লকবাস্টার রেজাল্টে কালীঘাটে পুজো দেবের Advertisement এবার ‘উড়তা পাঞ্জাব’ ছবির নতুন গান ‘ডা ডা ডাস্সে’ মুক্তি পেল৷ ছবির আগের গানে যেমন […]

The New ‘Udta Punjab’ Song Is Out And Alia Bhatt Looks Amazing In It
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 27, 2016 11:12 am
  • Updated:May 27, 2016 11:12 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উড়তা পাঞ্জাব’ ছবিটি নিয়ে ইতিমধ্যেই বিস্তর উৎসাহের সৃষ্টি হয়েছে দর্শকদের৷ ছবির ডায়লগ ‘ড্রাগস দি মা দি’-ও ভাইরাল৷

এবার ‘উড়তা পাঞ্জাব’ ছবির নতুন গান ‘ডা ডা ডাস্সে’ মুক্তি পেল৷ ছবির আগের গানে যেমন অন্য শাহিদ কাপুরকে দেখা গিয়েছিল, এবার নতুন গানে দেখা গেল অন্য আলিয়াকে৷

Advertisement

বিহারি তরুণীর চরিত্রে অনবদ্য আলিয়া৷ শুধু তাই নয়, গানের প্রতিটি শব্দ বুঝিয়ে দিচ্ছে জীবনে ড্রাগের প্রভাব যেন সাপের দংশন৷ জীবনের সম্পূর্ণ অর্থ বদলে যায় ড্রাগের প্রভাবে৷

এই গানের সুর দিয়েছেন অমিত ত্রিবেদি৷ গানটি গেয়েছেন কণিকা কাপুর এবং বাবু হাবি৷
নতুন আলিয়া এবং অন্য ঘরানার এই নয়া গান দেখে নিন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement