Advertisement
Advertisement

নকলের অভিযোগে জেরবার শিরিষের ‘কৃতি’!

ইউটিউব থেকে অপসারিত শর্ট ফিল্মের ভিডিও৷

The Nepali Filmmaker Who Claimed Shirish Kunder Copied ‘Kriti’ Is Getting Sarcastic On Twitter Now
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 29, 2016 8:48 pm
  • Updated:June 29, 2016 8:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বহুদিন বাদে একট শর্ট ফিল্ম বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন৷ সবারই মুখে মুখে ফিরছিল শিরিষ কুন্দরের ‘কৃতি’র নাম৷ কিন্তু, ‘কৃতি’র এই সুখ্যাতি বেশিদিন কপালে জুটল না শিরিষের৷ বলিউড পরিচালকের বিরুদ্ধে বিষয়বস্তু নকলের অভিযোগ আনল পরিচালক অনিল নিউপেন৷

বিষয়টি নজরে আসে মঙ্গলবার রাতে৷ যখন ‘কৃতি’ দেখার জন্য ইউটিউবে ক্লিক করতেই দেখা যায় ভিডিওটি তুলে নেওয়া হয়েছে৷ আর স্ক্রিনে লেখা, এই ভিডিওটি আর পাওয়া যাবে না অনিল নিউপেনের কপিরাইট দাবির জন্য৷ এর প্রতিবাদে টুইট করে শিরিষ বলেন, যা সত্যিটাকে জানতে চান প্রকৃত তথ্যের মধ্যেই খুঁজে নেবেন৷

Advertisement

Sirish-twitt

শিরিষকে পাল্টা উত্তর দিয়ে টুইট করেন অনিল৷ ‘কৃতি’ ছবিটি আর ইউটিউবে দেখা যাবে না বলে লিখেছেন তিনি৷ সবাইকে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি৷

anil-twiit

টুইটারের এই যুদ্ধ আদালত অবধি গড়িয়েছে৷ শোনা গিয়েছে, অনিলকে আইনি নোটিস পাঠিয়েছেন শিরিষ৷ যাতে অনিলকে ক্ষমা চাইতে বলা হয়েছে এবং কৃতি সম্পর্কে যে কোনও মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement