Advertisement
Advertisement

আত্মপ্রকাশেই মন জয় করল রণবীরের নতুন ছবির গান

কিন্তু রণবীর, ঐশ্বর্য, অনুষ্কা এবং ফাওয়াদ খান অভিনীত এই ছবির প্রথম গানটি শেষ অবধি সেই একাকীত্বের সুর মনে রেখেই শেষ হয়৷

The Much-Awaited ‘Ae Dil Hai Mushkil’ Video Is Finally Here!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 6, 2016 6:03 pm
  • Updated:August 9, 2021 5:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিজারে মনে হয়েছিল পরিচালক করণ জোহরের আগামী ছবি “অ্যায় দিল হ্যায় মুশকিল” মনে হয় এক তরফা সম্পর্কের কোনও গল্প৷ যেখানে সম্পর্কের জটিলতার বাইরে গিয়েও মানুষকে গ্রাস করে একাকীত্ব৷ যেখানে সম্পর্কের শেষেও থেকে যায় এক তরফা ভালবাসা৷

কিন্তু সদ্য মুক্তি পেল “অ্যায় দিল হ্যায় মুশকিল”-এর প্রথম গান৷ প্রীতমের সুরে অরিজিৎ সিংয়ের গাওয়া এই গানটির মধ্যে সুর এবং রোম্যান্সের মিশেল যেমন আছে ঠিক তেমনভাবেই গানটির দৃশ্যায়ন মনে করিয়ে দিল করণ জোহরের পরিচালিত ছবি “কভি আলবিদা না কহেনা”-র গল্প৷ সেই সম্পর্কের টানাপোড়েন, সেই সম্পর্কের বাইরে গিয়ে পরকীয়ায় জড়িয়ে গিয়ে হৃদয় ভাঙার গল্প৷ যদিও “কভি আলবিদা না কহেনা” ছবিতে শেষটায় ভালবাসা সবরকম জটিলতাকে হারিয়ে জিতে গিয়েছিল৷

Advertisement

কিন্তু রণবীর, ঐশ্বর্য, অনুষ্কা এবং ফাওয়াদ খান অভিনীত এই ছবির প্রথম গানটি শেষ অবধি সেই একাকীত্বের সুর মনে রেখেই শেষ হয়৷

তবে কি করণের নতুন ছবিতে ভালবাসা পরিণতি পাবে না?

শুনে নিন সেই গান:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement