Advertisement
Advertisement

ফের পর্দায় ‘দ্য লায়ন কিং’-এর গল্প, দেখুন ছবির টিজার

২৪ বছর পর ফের পর্দায় সিম্বার কাহিনি।

The Lion King teaser released
Published by: Bishakha Pal
  • Posted:November 23, 2018 6:12 pm
  • Updated:November 23, 2018 6:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তি পেল ‘দ্য লায়ন কিং’-এর প্রথম টিজার। ছবিটি পরিচালনা করেছেন জন ফ্যাবরেউ।

তবে এটি ‘দ্য লায়ন কিং’ ছবির রিমেক। ১৯৯৪ সালে ছবিটি বেরিয়েছিল ২ডি তে। এবার ৩ডি ভার্সনে বের হল ছবিটি। গল্প একই। আগেরটার মতো এই গল্পের কেন্দ্রীয় চরিত্রও সিম্বা। সিংহশাবক সে। বাবা মুফাসা ও মা শরাবির একমাত্র ছেলে। মুফাসা জঙ্গলের রক্ষক। তাঁর আশ্রয়েই সানন্দে থাকে জঙ্গলের সমস্ত প্রাণী। কিন্তু মুফাসার জীবনে এক শনি আছে। তার ভাই স্কার। চরিত্রের দিক থেকে সে মুফাসার সম্পূর্ণ উলটো। তাই তাকে জঙ্গলের ত্রিসীমানায় আসতে দেয় না মুফাসা। কিন্তু স্কারের নজর দাদার সাম্রাজ্যের দিকে। যেভাবেই হোক জঙ্গলের রাজা তাকে হতেই হবে। তার জন্য মুফাসার সীমা যেখানে শেষ সেখানেই তার ডেরা। সেখানে বসেই সে ষড়যন্ত্র করে। মুফাসার ছেলে হওয়ায় সিম্বা তার একমাত্র শত্রু। পথের কাঁটাকে যেভাবে হোক সরাতে হবে। কারণ মুফাসার অবর্তমানে সেই তো রাজত্বের রাজা হবে। এদিকে সিম্বাও তো ছোট। খেলা করতে করতে স্কারের ডেরায় চলে যায় সে। তাকে বাঁচাতে গিয়ে প্রাণ দেয় মুফাসা। কিন্তু মা শরাবির তৎপরতায় বাড়ি ফিরে আসে সিম্বা। শুরু হয় তার লড়াইয়ের গল্প।

Advertisement

আর্থিক কেলেঙ্কারির অভিযোগ, অনুরাগের বিরুদ্ধে সিবিআই তদন্ত ]

মোটামুটি ‘দ্য লায়ন কিং’-এর গল্প এটাই। তবে যে টিজারটি প্রকাশ করেছে ডিজনি, তা বেশ আবেগময়। টিজারটি শুরু হয়েছে মুফাসার গলা দিয়ে। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় সিম্বার আত্মপ্রকাশ। বাবার পায়ের ছাপের উপর নিজের পা রাখা একটা আলাদা উত্তেজনা এনে দেবে দর্শককে। সময়ের সঙ্গে তাল রেখে বদলে গিয়েছে ব্যাকগ্রাউন্ডের ভয়েস। এই ছবিতে সিম্বার চরিত্রে গলা দিয়েছেন ডোনাল্ড গ্লোভার ও জে ডি ম্যাককারি। এছাড়া রয়েছেন শেঠ রগেন (পুম্বা), এজিওফ্লোর (স্কার), বিলি আইকনার (টিমন), নালা (বেয়ন্সে), জাজু (জন অলিভার), জেমন এরল জোন্স (মুফাসা), আলফ্রে উডওয়ার্ড (শরাবি)। ছবিটি মুক্তি পাবে পরের বছর ১ জুলাই।

পাহাড়ি রাস্তায় সাইকেল চালালেন ভাইজান, ব্যাপারটা কী? ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement