Advertisement
Advertisement

আপত্তিকর দৃশ্য বিতর্ক: চিত্রাঙ্গদাকে মিথ্যেবাদী বললেন নওয়াজ!

উনি যা বললেন তাতে চিত্রাঙ্গদা'র ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে৷

The incident being described did not happen: Nawazuddin on Chitrangada controversy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 24, 2016 5:18 pm
  • Updated:May 20, 2023 2:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পা ছড়াও, সেক্স কর’, অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং-কে নাকি শুটিং-এর সময় এই ভাষাতেই অভিনেতা নওয়াজউদ্দিনের উপর শোওয়ার নির্দেশ দিয়েছিলেন ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবির পরিচালক কুষাণ নন্দী! এই অভিযোগই করেছিলেন নায়িকা৷ আর তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল বলিউডে৷

কিন্তু গোটা ঘটনা নিয়ে মুখ খোলেননি ছবির অভিনেতা নওয়াজ৷ কিন্তু এতদিন পর যখন তিনি মুখ খুললেন তখন তিনি মোটেও চিত্রাঙ্গদার এহেন অপবাদকে সমর্থন করলেন না৷ বরং উনি যা বললেন তাতে চিত্রাঙ্গদা’র ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে৷
গোটা ঘটনাটি নিয়ে নওয়াজকে প্রশ্ন করা হলে তিনি জানান, “যাঁরা কুষাণকে ব্যক্তিগতভাবে চেনেন, তাঁরা জানেন উনি খুবই শান্ত এবং ভদ্র৷ তাঁর পক্ষে এমন কথা বলা সম্ভব নয়৷ আর যেই বিতর্ক নিয়ে কথা হচ্ছে, তেমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি শুটিং চলাকালীন৷”
নওয়াজের এহেন প্রতিক্রিয়া কিন্তু চিত্রাঙ্গদার বক্তব্যকে প্রশ্নের মুখে ফেলে দিল!
কারণ কুষাণ যদি শুটিং ফ্লোরে এমন ভাষার প্রয়োগ করে থাকেন তবে সেখানে উপস্থিত প্রত্যেকেরই ঘটনাটি সম্পর্কে অবহিত হওয়ার কথা৷ কিন্তু নওয়াজ যা বললেন, তা চিত্রাঙ্গদার অভিযোগকেই একপ্রকার মিথ্যে প্রমাণ করে৷
পুরো ঘটনাটি নিয়ে কুষাণ নিজেও নওয়াজের সুরেই সুর মিলিয়েছেন৷ নিজের ব্যবহার সম্পর্কে চিত্রাঙ্গদার দাবিকে অস্বীকার করে তিনি বলেন, “যিনি যেমন ভাবেন, তিনি তেমনভাবেই বলেন৷”
বর্তমানে, পুনরায় চালু হয়েছে ‘বাবুমশাই বন্দুকবাজ’ এর শুটিং৷ চিত্রাঙ্গদা ছবি ছেড়ে বেরিয়ে আসার পর রিচা চাড্ডা তাঁর পরিবর্তে অভিনয় করার প্রস্তাবটি গ্রহণ করেছেন৷ নওয়াজের বিপরীতে এবার তাঁকেই অভিনয় করতে দেখা যাবে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement