Advertisement
Advertisement

জানেন, নিক-প্রিয়াঙ্কার বিয়েতে কারা আমন্ত্রিত?

নভেম্বরেই হয় তো বিয়ের কার্ড পৌঁছে যেতে পারে আমন্ত্রিতদের কাছে৷

The guest list of Nick Jonas-Priyanka Chopra marriage out
Published by: Sayani Sen
  • Posted:October 31, 2018 4:34 pm
  • Updated:October 31, 2018 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোকা হয়ে গিয়েছে আগেই৷ এবার অপেক্ষা চার হাত এক হওয়ার৷ ১ ডিসেম্বর যোধপুরের উমেশ ভবনে বসতে চলেছে নিক-প্রিয়াঙ্কার বিয়ের আসর৷ ‘দেশি গার্ল’-র বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই৷ কীভাবে সাজবেন বর-কনে? নিমন্ত্রিতদের তালিকাতেই বা থাকবে কার কার নাম? তা নিয়ে ফিসফিসানি চলছে বি-টাউনে৷

[বিয়ের তারিখ নিয়েও রেষারেষি প্রিয়াঙ্কা-দীপিকার? গুঞ্জন বি-টাউনে]

নিক জোনাসই যে তাঁর মন চুরি করেছেন, তা জানা গিয়েছিল আগেই৷ বারবারই পাপ্পারাৎজি নিক-প্রিয়াঙ্কার গোপন মুহূর্তের পর্দাফাঁস করেছে৷ তা সত্ত্বেও কাউকে কিছু না জানিয়েই আচমকাই রোকা সেরে ফেলেছিলেন ‘দেশি গার্ল’৷ এবার জোর গুঞ্জন চলছে তাঁদের বিয়ে নিয়ে৷ যদিও বিয়ের দিনক্ষণ নিয়ে এখনও মুখ খোলেননি লাভ বার্ডস৷ সূত্রের খবর, আগামী ১ ডিসেম্বর নাকি চারহাত এক হচ্ছে নিকাঙ্কার৷ যোধপুরের উমেশ ভবনেই বসবে বিয়ের আসর৷ প্রিয়াঙ্কা ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, ইতিমধ্যেই নাকি উমেশ ভবনে শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি৷ তিনদিন ধরে চলবে গ্র্যান্ড সেলিব্রেশন৷ অন্তত দু’হাজার জনকে আমন্ত্রণ করবেন ‘দেশি গার্ল’৷ নিমন্ত্রিতদের তালিকা চূড়ান্ত৷ বলিউডের একঝাঁক তারকা থাকবেন নিক-প্রিয়াঙ্কার বিয়েতে৷ সলমন খান, অর্পিতা, আলিয়া ভাট, রণবীর কাপুর, ফারহান আখতার, ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ রায় কাপুর-সহ বহু বলি সেলেব তাঁদের বিয়েতে নিমন্ত্রিত থাকবেন৷ বেশ কয়েকজন হলিউড তারকাকেও নাকি দেখা যাবে৷ শুটিং শুরুর আগে ‘ভারত’ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন প্রিয়াঙ্কা৷ এই সিদ্ধান্তে রীতিমতো বিরক্ত হয়েছিলেন সলমন খান৷ তারপরেও তাঁর বিয়েতে আদৌ সলমন এবং অর্পিতা উপস্থিত থাকবেন কী না, সে বিষয়ে যদিও এখনও কিছুই জানা যায়নি৷ নভেম্বরেই হয় তো বিয়ের কার্ড পৌঁছে যেতে পারে আমন্ত্রিতদের কাছে৷

Advertisement

[ডান্স রিয়ালিটি শোয়ে দেখা যাবে নিক-প্রিয়াঙ্কাকে!]

অপর একটি সূত্র আবার বলছে অন্য কথা৷ সূত্রের দাবি, নিক-প্রিয়াঙ্কা নভেম্বরের শেষদিকেই নাকি পাড়ি দেবেন যোধপুরে৷ বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাই থাকবেন৷ বলি তারকার পরিবর্তে বেশীরভাগ হলি তারকাই নাকি উপস্থিত থাকবেন নিক-প্রিয়াঙ্কার বিয়েতে৷ তবে বিয়ের দিনক্ষণ কিংবা নিমন্ত্রিতদের তালিকা নিয়ে গুঞ্জন যতই হোক, এ বিষয়ে এখনও মুখ খোলেননি লাভ বার্ডস৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement