Advertisement
Advertisement

আমাজনের জঙ্গলে দেবের নতুন কীর্তি

ব্যস্ত শিডিউল, প্রতিকুল আবহাওয়া – কিন্তু এর মাঝেও বিন্দাস দেব৷

The African diary of Chander Pahar 2
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2016 12:40 pm
  • Updated:July 6, 2016 7:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় ‘কেলোর কীর্তি’ বাধিয়ে আফ্রিকার জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাংলার ‘বুনোহাঁস’৷ ফের শুরু হয়েছে ‘চাঁদের পাহাড়ে’র নতুন সফর৷ আমাজনের বুকে হিংস্র অ্যানাকোন্ডা, পিরানহাদের মাঝে শুটিংয়ে ব্যস্ত দেব৷ ক্যামেরার পিছনে কমলেশ্বর মুখোপাধ্যায়৷  জোরকদমে চলছে ‘চাঁদের পাহাড় ২’-এর শ্যুটিং৷

ব্যস্ত শিডিউল, প্রতিকুল আবহাওয়া– কিন্তু এর মাঝেও বিন্দাস দেব৷ দিব্যি মেতে আছেন খুনসুটিতে৷ নায়িকা বা কলাকুশলীদের সঙ্গে নয়, কুমিরছানার সঙ্গে৷ সেই ছবি টুইটারেও পোস্ট করেছেন তিনি৷

Advertisement

কুমিরছানা হাতে ধরতে পেরে ‘চাঁদের পাহাড়ে’র শংকরের মতোই উচ্ছ্বসিত দেব৷ আমাজন সাফারির এই রাতের অভিজ্ঞতা যে তাঁর সারা জীবনের সম্পদ হয়ে থাকবে, সেকথাও জানাতে ভোলেননি টলি সুপারস্টার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement