সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মীয় ভাবাবেগে আঘাত। সিনেমার পরিচালনা করতে গিয়ে দেবাদিদেব মহাদেবকে কুৎসিতভাবে প্রদর্শন করলেন তেলুগু ছবির পরিচালক। দেবাদিদেবের সামনে রাখা হল মদ এবং সিগারেট। এ কারণেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল বজরং দল। আর সেই ভিত্তিতেই গ্রেপ্তার করা হল পরিচালককে।
তেলুগু ছবির ওই পরিচালকের নাম দাসারি সাইরাম। তাঁর পরিচালিত ছবি ‘ডেভুদা’-কে কেন্দ্র করেই এই ধর্মীয় বিতর্ক তৈরি হয়েছে।
জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে আইপিসি অ্যাক্ট ২৯৫এ, ২৯৮ এবং ১৫৩এ ধারায় মামলা রুজু করা হয়েছে।
সম্প্রতি, পরিচালকের নতুন ছবি ‘ডেভুদা’-এর টিজার ইউটিউবে মুক্তি পেয়েছিল। সেখানেই মহাদেবের সামনে মদ এবং সিগারেট প্রদর্শনের মাধ্যমে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে। এই ঘটনার ঠিক পরেই ইউটিউব থেকে সেই ভিডিও সরিয়ে দেওয়া হয়। যদিও পরিচালক দাবি করেছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার জন্য তিনি কোনও দৃশ্য শুট করেননি। জানিয়েছেন, হিন্দুদের কিছু প্রথা থেকে উদ্বুদ্ধ হয়েই এই ধরনের সিকোয়েন্স ছবিতে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.