ছবি ফেসবুক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা নতুন বছরের পয়লা সপ্তাহেই বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় বড়সড় রদবদল। ‘পরিণীতা’ ধারাবাহিকটি গত কয়েকমাস ধরে লাগাতার শীর্ষে ছিল। অবশেষে তারা সেই স্থান হারাল। ‘পরিণীতা’কে সরিয়ে জি বাংলার অপর দুই ধারাবাহিক ‘ফুলকি’ ও ‘জগদ্ধাত্রী’ এল এক নম্বরে। এই সপ্তাহে যৌথভাবে তাদের প্রাপ্ত নম্বর ৭। প্রথমস্থান হারিয়ে এই সপ্তাহে ২ নম্বরে ‘পরিণীতা’। তারা পেয়েছে ৬.৯।
গত সপ্তাহের মতো এই সপ্তাহেও নিজেদের তৃতীয় স্থানে ধরে রেখেছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকটি। যদিও তাদের প্রাপ্ত নম্বর বেশ খানিকটা কমেছে (৫.৯)। এই সপ্তাহেও চতুর্থ স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকটি। তারা পেয়েছে ৫.৮। পাঁচ নম্বরে দুই ধারাবাহিক- ‘চিরদিনই তুমি যে আমার’ ও ‘গীতা এলএলবি’। দুই সিরিয়ালই পেয়েছে ৫.৫ নম্বর।
৫.৩ পেয়ে ষষ্ঠস্থানে স্টার জলসার ‘কথা’ ধারাবাহিকটি। সাতে একসঙ্গে চার-চারটি ধারাবাহিক- ‘গৃহপ্রবেশ’, ‘চিরসখা’, ‘কোন গোপনে মন ভেসেছে’ ও ‘মিত্তির বাড়ি’। তারা পেয়েছে ৫.১ নম্বর। ৪.১ পেয়ে অষ্টমে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘রোশনাই’। নবম স্থানে ‘দুগ্গামণি ও ভাগমামা’ এবং দশমে রয়েছে ‘তুই আমার হিরো’। তারা পেয়েছে যথাক্রমে ৩.৬ ও ৩.৩ নম্বর। এইসপ্তাহের টিআরপি তালিকা থেকে ছিটকে গিয়েছে ‘শুভবিবাহ’, ‘আনন্দী’, ‘তেঁতুলপাতা’, ‘মিঠিঝোরা’,’দুই শালিক’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকগুলি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.