Advertisement
Advertisement

Breaking News

TRP of Bengali serial

সিংহাসন নিজের দখলে রাখল ‘পরিণীতা’, টিআরপি তালিকায় আর কী রদবদল?

এবার কারা কোথায় জায়গা করে নিল টিআরপি তালিকায়?

What changes happened in the TRP list of Bengali serial?

ছবি ফেসবুক

Published by: Manasi Nath
  • Posted:March 27, 2025 7:14 pm
  • Updated:March 27, 2025 7:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার মানেই ছোটপর্দার অভিনেতা, কলাকুশলী থেকে প্রযোজক- সকলেরই বুক দুরুদুরু, মনের মধ্যে ‘কী হয় কী হয়’ ব্যাপার। কারণ এদিনই তো সারা সপ্তাহের কাজের ফলাফল জানা যায়। টিআরপি নামক রিপোর্ট কার্ড হাতে আসে। এই সপ্তাহে টিআরপি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। চলতি আইপিএলের মরশুম কিছুটা হলেও ছাপ ফেলেছে বাংলা মেগার জগতে। অল্পবিস্তর নম্বর কমেছে সকলেরই। তবে গত সপ্তাহের পর এবারও নিজেদের প্রথম স্থান ধরে রেখেছে জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’। গতসপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ছিল ৬.৮। এবার তা কিছুটা বেড়ে হয়েছে ৭.২।

তালিকায় গত সপ্তাহে দ্বিতীয় স্থানে ছিল স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’। তারা এই সপ্তাহে সেই স্থান হারিয়েছে। বদলে তৃতীয় স্থান থেকে এবার আবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। তাদের প্রাপ্ত নম্বর ৬.৮। জি বাংলার ‘ফুলকি’ও এবার তালিকায় বেশ খানিকটা উপরের দিকে উঠে এসেছে। গত সপ্তাহে তারা প্রথম পাঁচ থেকে ছিটকে গেলেও এবার তারা জায়গা করেছে তৃতীয় স্থানে। তাদের প্রাপ্ত নম্বর ৬.৬। চতুর্থ স্থান দখল করেছে স্টার জলসার দু’টি ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’ ও ‘পরশুরাম’। তাদের প্রাপ্ত নম্বর ৬.৩। আর পঞ্চম স্থান দখলে রেখেছে ‘কথা’ ও ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক দুটি। তারা পেয়েছে ৫.৯ নম্বর। ষষ্ঠ স্থানে রয়েছে ‘গৃহপ্রবেশ’ এবং সপ্তমে রয়েছে ‘গীতা এলএলবি’ ও ‘চিরদিনই তুমি যে আমার’ মেগা দুটি। অষ্টম স্থানে রয়েছে ‘চিরসখা’। নবম স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’, ‘রোশনাই’ এবং দশমে রয়েছে ‘মিত্তির বাড়ি’। এর পাশাপাশি ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’, ‘জিবাংলা সোনার সংসার’, ‘মহামিলনের দোল’-এর মতো নন ফিকশন শোগুলি টিআরপি তালিকায় ভালো ফল করেছে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement