Advertisement
Advertisement

Breaking News

রাত পোহাল শারদ প্রাতে

আকাশ আটে এক অনন্য মহালয়া উদযাপন, দেখুন ‘রাত পোহাল শারদ প্রাতে’

আজ রাত সাড়ে ৯টা থেকে দেখুন।

Watch ‘Raat Pohalo Sharodo Prateh' in Aakash Aath Channel
Published by: Sandipta Bhanja
  • Posted:September 27, 2019 7:28 pm
  • Updated:September 27, 2019 7:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  মহালয়া মানেই ভোর বেলা আধো আধো ঘুমের মধ্যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় ‘আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির…’। অতঃপর, মা দুগ্গা তাঁর সন্তা-সন্ততি নিয়ে দরজায় কড়া নাড়ছেন। অতঃপর পুজো যে এসেই গেল। এক বছরের অপেক্ষার অবসান। শৈশবের বড় মধুর স্মৃতি রেডিওয় মহালয়া শোনা। আজ সেসব নস্ট্যালজিয়ার ফ্রেমে বাঁধানো। এখন টেলিভিশনেই মহালয়া উদযাপন করতে আয়োজিত হয় ভি্ন্ন ধরনের অনুষ্ঠানের। সেরকমই আকাশ আট চ্যানেলের তরফে এবার আয়োজন করা হয়েছে ১০ ঘণ্টার এক লাইভ অনুষ্ঠান।

[আরও পড়ুন:  ‘দুর্গা কে?’ দেবীপক্ষের সূচনালগ্নে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ প্রশ্ন স্বস্তিকার]

অধিকাংশ বাংলা বিনোদন টেলিভিশন চ্যানেলগুলি তাদের মহালয়া শো শুরু করবে সেই দিন ভোরে। তবে, মহালয়ার পূর্বলগ্নে এবার একটু ভিন্ন পথেই হেঁটেছে আকাশ আট চ্যানেল। মহালয়ায় মহিসাসুরমর্দিনী উপলক্ষে তারা আয়োজন করেছে এক অনন্য প্রোগ্রামের। শনিবার সকালের বদলে আকাশ আটের তরফে শুক্রবারই শুরু হচ্ছে মহালয়া উদযাপন। অর্থাৎ ২৭ তারিখ রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে আকাশ আট চ্যানেলে লাইভ প্রোগ্রাম। যার নাম ‘রাত পোহাল শারদ প্রাতে’। শুক্রবার রাতে শুরু হয়ে শেষ হবে পরের দিন অর্থাৎ শনিবার সকাল ৭টা। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষ উদযাপন করতে সারা রাত জুড়ে চলবে এই অনুষ্ঠান।

Advertisement

এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরা। অনুষ্ঠানে থাকছেন জোজো, অদিতি মুন্সী, স্বপন বসু, সিধু, সুলেখা, মেখলা, সঞ্চিতা, কিঞ্জল, দুর্নিবার, অরিত্র, উজ্জয়িনী, শোভন, অরুণা, তীর্থ-সহ আরও অনেক শিল্পীরা। এর মাঝে অবশ্য দুর্গার বেশে দেখা যাবে মানালিকে, শুভাশিষ সাজবেন মহিষাসুর আর নীল সাজবেন কার্তিক।

[আরও পড়ুন: একসঙ্গে তিন নায়িকা, দুর্গাবন্দনায় মাতলেন মিমি-নুসরত-শুভশ্রী]

 

মহালয়া মানেই ঘড়িতে যথাসময়ে অ্যালার্ম দিয়ে রাখা। ঘড়ির কাঁটা ভোর চারটে ছুঁলেই রেডিওর নবে হাত। এর পর বেজে উঠবে বীরকৃষ্ণ ভদ্রের কন্ঠে সেই চিরাচরিত মহালয়া পাঠ। অনেকেই আবার মহালয়ার আগের দিন রাত জেগে পিকনিক করেন। কারণ সকালেই তো প্রথমে রেডিওয় মহালয়া শোনা। তারপর টিভিতে মহিষাসুরমর্দিনী দেখা। সে সব অবশ্য আগেকার দিনের কথা। এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে টেলিভিশনে মহালয়া সম্প্রচারও একটু ভিন্ন ধরনের। তারকাদের নাচ, গান, আবৃত্তি পাঠ-এ এক অন্যরকম আড্ডা জমে ওঠে। যেই আড্ডায় নিজের অন্দরমহলে বসে সামিল হতে পারেন আপনারাও।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement