সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার মাঝরাতে আচমকাই অসুস্থ দীপঙ্কর দে (Dipankar Dey)। তাঁর মধুমেহর সমস্যা রয়েছে। সেই সুগার ফল করেই অসুস্থ হয়ে পড়েন প্রবীণ অভিনেতা। কুলকুল করে ঘামতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক বেগতিক বুঝেই সময় নষ্ট না করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে ছোটেন স্ত্রী দোলন রায় (Dolon Roy)।
কলকাতার বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন দীপঙ্কর দে। ভোররাতে বাড়ি ফিরে আবারও সাত সকালে হাসপাতালে পৌঁছে গিয়েছেন দোলন। অভিনেত্রী সংবাদমাধ্যমকে জানান, “দীপঙ্কর দে এখন অনেকটাই ভালো আছেন। চিকিৎসকেরা এলেই অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে কথা হবে। সব ঠিক থাকলে রবিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। ডাক্তাররা যদিও জানিয়েছেন হাইপোগ্লাইসেমিয়া হয়ে গিয়েছিল।”
প্রসঙ্গত, শরীরে বার্ধক্য এলেও বয়সের কাছে দমে যাননি দীপঙ্কর দে। শারীরিক সমস্যাও রয়েছে। তবে সেসব নিয়ন্ত্রণে রেখেই প্রবীণ অভিনেতা এখনও চুটিয়ে কাজ করে যাচ্ছেন একের পর এক। ছোটপর্দা তো বটেই পাশাপাশি সিনেমাতেও কাজ করে চলেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.