Advertisement
Advertisement

Breaking News

‘বাসে মহিলাদের শ্লীলতাহানি করতাম’, অকপট স্বীকারোক্তি ‘বিগ বস’ প্রতিযোগীর

সোশ্যাল মিডিয়ায় সরব নেটিজেনরা৷

‘used to molest women’, Bigg Boss Tamil contestant tells Kamal Haasan
Published by: Tanujit Das
  • Posted:July 28, 2019 3:45 pm
  • Updated:July 28, 2019 3:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক আর ‘বিগ বস’ বরাবরই এক অপরের পরিপূরক৷ ঝামেলা, হট্টগোল, কখনও কখনও হাতাহাতি একদিকে যেমন এই রিয়্যালিটি শোয়ের প্রথা৷ তেমনই ‘বিগ বস’-এর বিভিন্ন সিজনে ব্যক্তিগত বিষয়েও মুখ খোলেন প্রতিযোগীরা৷ ক্যামেরার সমানেই জীবনের ভাল, মন্দ বা বিতর্কিত প্রসঙ্গগুলি তুলে ধরেন তাঁরা৷ যা নিয়ে কখনও মুখ খোলেন সেলেবরা৷ আলোচনা করেন সাধারণ মানুষ ও নেটিজেনরা৷ যার অন্যথা হল না ‘বিগ বস’ তামিলের তৃতীয় সিজনে৷ সঞ্চালক কমল হাসানের সামনেই এক প্রতিযোগী সোজাসাপটা স্বীকার করলেন যে, প্রায়শই বাসে মহিলাদের শ্লীলতাহানি করতেন তিনি৷ কলেজ যাওয়ার সময় ইচ্ছাকৃত ভাবেই মহিলাদের আপত্তিকর ভাবে ছুঁতেন তিনি৷

[ আরও পড়ুন: রাহুল বোসকে ‘মহার্ঘ’ কলা বেচে বিপত্তি, ২৫ হাজার টাকা জরিমানা হোটেল কর্তৃপক্ষের ]

Advertisement

জানা গিয়েছে, ২৭ আগস্ট সম্প্রচারিত এপিসোডে মিরা মিঠুন নামে অপর এক প্রতিযোগীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তামিল অভিনেতা সর্বানন৷ যা নিয়ে তোলপাড় হয় ‘বিগ বস’-এর ঘর৷ এবং সেই সমস্যা সমাধানের চেষ্টা করেন শোয়ের সঞ্চালক কমল হাসান৷ কথায় কথায় তিনি জানান, ‘‘ব্যস্ততার সময় বাসে করে কোনও গন্তব্যে যাওয়া সত্যিই কষ্ট কর৷ কেউ কেউ বাসে চড়েন সঠিক সময়ে অফিসে পৌঁছনোর উদ্দেশে৷ আবার কেউ বাসে চড়েন কেবলমাত্র মহিলাদের আপত্তিকর ভাবে ছুঁতে৷’’ এরপরই নাকি সবাইকে চমকে দেন সর্বানন৷ কমল হাসানের কথার মাঝেই তিনি বলে ওঠেন, ‘‘আমি ঠিক এই কাজটাই করতাম৷’’

[ আরও পড়ুন: অসহিষ্ণুতা নিয়ে মোদিকে খোলা চিঠির জের, দেশদ্রোহিতার মামলা অপর্ণা-সৌমিত্রদের বিরুদ্ধে ]

এখানেই শেষ নয়, বেশ উৎফুল্লতার সঙ্গে তিনি বলতে থাকেন, ‘‘বেশি দিন আগের কথা নয়৷ আমি যখন কলেজে পড়তাম, তখন মহিলাদের শ্লীলতাহানি করতে এবং তাদের আপত্তিকর ভাবে ছোঁয়ার উদ্দেশ্যেই আমি বাসে চড়তাম৷’’ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ‘বিগ বস’ তামিলের ওই এপিসোডের বিতর্কিত ভিডিও ক্লিপিংসটি৷ যার পর তামিল অভিনেতা সর্বাননের নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement