Advertisement
Advertisement

Breaking News

Urvashi Dholakia

কঠিন অস্ত্রোপচার গলায়! হাসপাতালের বেডে ‘কমলিকা’ উর্বশী, কী হল অভিনেত্রীর?

মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি অভিনেত্রী।

Urvashi Dholakia undergoes neck surgery | Sangbad Pratidin

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:January 6, 2024 1:38 pm
  • Updated:January 6, 2024 1:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি কাঁধে অস্ত্রোপচার হয় উর্বশী ঢোলাকিয়ার। বর্তমানে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি অভিনেত্রী। উর্বশীর ছেলে ক্ষিতিজই হাসপাতাল থেকে ছবি শেয়ার করে এই খবর জানিয়েছেন।

ঠিক কী হয়েছে উর্বশীর? কাঁধে টিউমার থাকায় ডিসেম্বর মাসের ২৩ তারিখ অস্ত্রোপচার করে তা কেটে বাদ দেওয়া হয়। আপাতত পনেরো দিন থেকে এক মাস পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। উর্বশী জানিয়েছেন, “ডিসেম্বর মাসের প্রথম দিকে কাঁধে টিউমার ধরা পড়ে। তাই অস্ত্রোপচার করাতে হল। আমার অপারেশন ঠিকমতো হয়ে গিয়েছে। আপাতত কুড়ি দিন বেড রেস্টে থাকতে হবে।” উর্বশীর ছেলের শেয়ার করা ছবিতেই দেখা গেল, অভিনেত্রীর কাঁধে ব্যান্ডেজ, হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ছেলে জেহর বায়নাক্কা শুনেই জোর ধমক সইফের! বাবার বকুনি খেয়ে কেঁদে ভাসাল তৈমুরের ভাই]

প্রসঙ্গত, একতা কাপুরের ‘কসৌটি জিন্দেগি কি’ সিরিয়াল মানেই ‘কমোলিকা’র ছলচাতুরি আর ফন্দি-ফিকির। আর টিভির পর্দায় চোখ রাখা দর্শকদের শাপ-শাপান্ত। এই খলনায়িকা ছিলেন তাঁদের দু চোখের বিষ! দু দশক আগের সেই ধারাবাহিকে আজও উর্বশী ঢোলাকিয়াকে মনে রেখেছেন দর্শকরা। সেই অভিনেত্রীর অস্ত্রোপচারের খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন দর্শকরা।

[আরও পড়ুন: পুরনো চাল ভাতে বাড়ে! ‘প্রাক্তন’ রোহমনের জন্মদিনে বাঙালি ডাকনামেই আদর সুস্মিতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement