সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরাণ অথবা ইতিহাস নির্ভর গল্পের বুননে তৈরি এখন একের পর এক সিরিয়াল জায়গা করে নিয়েছে ড্রয়িং রুমে৷ টিআরপি-র দৌড়েও বেশ এগিয়ে থাকছে ওই সিরিয়ালগুলি৷ কিন্তু এক ধরনের গল্প ছেড়ে অনেকেই চান ভিন্ন স্বাদ নিতে৷ সেই স্বাদ ফেরাতেই নয়া উদ্যোগ ‘জি বাংলা’-র৷ এই চ্যানেলেই আসতে চলেছে ‘রানু পেল লটারি’৷ নতুন স্বাদের এই সিরিয়াল দর্শকদের মন ছোঁবে বলেই আশা চ্যানেল কর্তৃপক্ষের৷
একটি নিম্নবিত্ত পরিবারের গ্রামের মেয়ের জীবনের গল্প ফুটে উঠবে ‘রানু পেল লটারি’-র চিত্রনাট্যে৷ গ্রামের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে সিরিয়ালটি৷ অত্যন্ত গরীব পরিবারের মেয়ে রানু৷ মালির কাজ করেই সংসার চালান রানুর বাবা৷ আর্থিক সংকট তাঁদের নিত্যসঙ্গী৷ গ্রামের ছোট্ট মেয়েটির মধ্যে জীবনীশক্তির কোনও অভাব নেই৷ অকৃপণ হাতে চঞ্চলতায় যেন তাকে ভরিয়ে দিয়েছেন ভগবান৷ কিন্তু স্রোতস্বিনী ওই নদীর মতো চঞ্চল কিশোরীও কখনও থমকে যায়৷ আর্থিক অনটনের জেরে বারবার পাড়া প্রতিবেশীর নানা মশকরায় মন খারাপ হয়ে যায় রানুর৷ আর এই পরিস্থিতিতে জেদ জেঁকে বসে রানুর মনে৷ লক্ষ্য হয়ে ওঠে একটাই, যেভাবেই হোক, প্রচুর ধনসম্পত্তির মালিক হতে হবে তাঁকে৷ কিন্তু হতদরিদ্র পরিবারের মেয়েটি আদৌ কি লক্ষ্যপূরণ করতে পারবে? পাড়া প্রতিবেশীর ঠাট্টা-মশকরাকে মিথ্যা প্রমাণ করে আদতে সে কি হয়ে উঠতে পারবে প্রচুর ধনসম্পত্তির মালকিন? সেইসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে টিভির পর্দায়৷ একদিকে কিশোরীর জীবনের লড়াই আবার তার মাঝে মাঝে হাস্যরসের স্বাদও নাকি মিলবে এই সিরিয়ালের মাধ্যমে৷
রানুর ভূমিকায় দেখা যাবে বিজয়লক্ষীকে৷ ‘সংসার সুখের হোক রমণীর গুণে’ এই সিরিয়ালের মাধ্যমেই দর্শকদের মন জয় করেছিলেন কিশোরী অভিনেত্রী৷ এবার আবারও মেগা সিরিয়ালে কামব্যাক করতে চলেছে বিজয়লক্ষী৷ খুব তাড়াতাড়িই ‘জি বাংলা’-য় শুরু হতে চলেছে এই সিরিয়াল৷
এই চ্যানেল কর্তৃপক্ষের হাত ধরেই আবারও মেগা সিরিয়ালে ফিরতে চলেছেন মানালি৷ ‘নকশিকাঁথা’ সিরিয়ালে দেখা যাবে তাঁকে৷ আগামী ১২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই মেগা সিরিয়ালের সম্প্রচার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.