Advertisement
Advertisement

Breaking News

Vaishali Takkar

Vaishali Takkar: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, ৩ দিন পর গ্রেপ্তার অভিনেত্রী বৈশালীর প্রতিবেশী যুবক

এখনও বেপাত্তা রাহুলের স্ত্রী দিশা।

TV actress Vaishali Takkar’s neighbour Rahul Navlani arrested by MP Police । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 20, 2022 1:28 pm
  • Updated:October 20, 2022 1:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা। তিনদিন ধরে পলাতক থাকার পর গ্রেপ্তার অভিনেত্রী বৈশালী টক্করের (Vaishali Takkar) প্রতিবেশী তথা ‘প্রাক্তন প্রেমিক’। বুধবার রাতে মধ্যপ্রদেশ পুলিশ অভিযুক্ত রাহুল নাভলানিকে গ্রেপ্তার করে। এখনও বেপাত্তা রাহুলের স্ত্রী দিশা।

রাহুল আত্মঘাতী অভিনেত্রীর প্রতিবেশী ছিল। সূত্রের খবর, একসময় প্রেমিকের সঙ্গে বৈশালীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাত্র কয়েকদিনের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। তবে সম্প্রতি সম্পর্ক তিক্ত হয়। কী কারণে দু’জনের সম্পর্ক উষ্ণতা হারায়, তা এখনও অজানা। গত রবিবার ইন্দোরের বাড়ি থেকে উদ্ধার হয় বৈশালীর ঝুলন্ত দেহ। একটি সুইসাইড নোটও পান তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ওই সুইসাইড নোটেই রাহুলের নাম লেখা ছিল। তার ‘অত্যাচারে’ই বৈশালী জীবন শেষ করে দেওয়ার মতো পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলেই সুইসাইড নোটে উল্লেখও করেছিলেন। 

Advertisement

[আরও পড়ুন: অনড় ইডি, সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে আসতেই হল মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে]

তবে বৈশালীর দেহ উদ্ধার হওয়ার পরেই বেপাত্তা হয়ে যায় রাহুল। তিনদিন ধরে ফেরার হয়ে যায়। সেই সূত্র ধরে পুলিশ রাহুলের খোঁজ চালায়। ইন্দোরের পুলিশ কমিশনার হরিনারায়ণ চারি মিশ্র জানান, অভিযুক্ত  রাহুল বৈশালীর প্রতিবেশী। তাই ঘটনার পর তার পক্ষে পালানো সম্ভব হয়েছিল। ধৃতকে খোঁজার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়। লুকআউট নোটিস জারি করা হয়। বুধবার রাতে গ্রেপ্তার করা হয় রাহুলকে। তবে তার স্ত্রী দিশা এখনও বেপাত্তা।

২০১৫ সালে জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘ইয়ে রিস্তা ক্যায়া কেহলাতা হ্যায়’র মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেন বৈশালী। প্রায় এক বছর সেই সিরিয়ালের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘সসুরাল সিমর কা’, ‘সুপার সিস্টার্স’-এর মতো একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। বৈশালীর শেষ ধারাবাহিক ছিল ‘রক্ষাবন্ধন’।

[আরও পড়ুন: রাজ্যে বড়সড় নাশকতার ছক? বারাকপুর থেকে ১০০ কেজি বিস্ফোরকের মশলা উদ্ধার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement