Advertisement
Advertisement
Balijhor Serial Close

মাত্র আড়াই মাসেই শেষ ‘বালিঝড়’, শেষ দিন সেটে কী করলেন কৌশিক-তৃণা-ইন্দ্রাশিস?

ভিডিও শেয়ার করে জানালেন তৃণা।

Trina, Koushik and Indrasish did this at Balijhor Serial's last day Shoot | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 16, 2023 4:59 pm
  • Updated:April 16, 2023 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র আড়াই মাসেই শেষ ঝোড়া, মহার্ঘ্য আর স্রোতের গল্প। ‘বালিঝড়’ সিরিয়াল আর ছোটপর্দায় দেখা যাবে না। শেষ দিনের শুটিংয়ে কেক কাটলেন তৃণা, কৌশিক ও ইন্দ্রাশিসরা। সেই ভিডিও নায়িকা আপলোড করলেন সোশ্যাল মিডিয়ায়।

Balijhor-Serial

Advertisement

২০২০ সালের আগস্ট মাসে স্টার জলসায় শুরু হয়েছিল ‘খড়কুটো’। লীনা গঙ্গোপাধ্যায়ের লিখেছিলেন চিত্রনাট্য। পরিচালনার দায়িত্বে ছিলেন শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং স্নেহাশিস জানা। ধারাবাহিকে গুনগুনের ভূমিকায় অভিনয় করেন তৃণা (Trina Saha)। সৌজন্য ওরফে বাবিনের চরিত্রে দেখা গিয়েছিল কৌশিক রায়কে (Koushik Roy)। দু’জনের অনস্ক্রিন রসায়ন, খুনসুটি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। সেই জুটিকেই ‘বালিঝড়’ ধারাবাহিকে ফিরিয়ে আনা হয়।

[আরও পড়ুন: অ্যাকাডেমির AC বিকল, প্রতিবাদে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায়ের]

এবার ঝোড়া, মহার্ঘ্য আর স্রোতের ত্রিকোণ প্রেমের কাহিনি তুলে ধরেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। তবে তা বোধহয় দর্শকদের তেমন পছন্দ হল না। টিআরপি তালিকায় উপরের সারিতে সেভাবে জায়গা করে নিতে পারেনি ‘বালিঝড়’। সেই কারণেই কি গত ৬ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হওয়া সিরিয়াল এপ্রিল মাসেই বন্ধ? প্রশ্নের উত্তর মেলেনি। তবে ‘বালিঝড়’-এর সময়ে শুরু হচ্ছে সব্যসাচী-সুস্মিলি-পায়েল অভিনীত ‘রামপ্রসাদ’।

Trina Indrashish

তবে শেষের দিনটা সেটে হাসিমুখেই কাটালেন তৃণা, কৌশিক ও ইন্দ্রাশিসরা। তৃশিক (তৃণা ও কৌশিক) ফ্যানক্লাবের আনা কেক কাটলেন তিন তারকা। ভিডিও আপলোড করে ক্যাপশনে তৃণা লিখলেন, “সফর খুবই ছোট ছিল… কিন্তু যোগ্য ছিল… তাই এটা প্রয়োজন…এই অল্প সময়ে এত ভালবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Trina Saha Bhattacharya (@trinasaha21)

[আরও পড়ুন: গন্ডগোলে ভরা গ্যাংটক, রহস্য সমাধানে পরমব্রত, দেখুন ‘সাবাশ ফেলুদা’র টিজার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement