Advertisement
Advertisement

Breaking News

Tota Roy Chowdhury

‘শ্রীময়ী’ ও রোহিত সেনের পর্ব শেষ, কীভাবে দিন কাটছে টোটা রায়চৌধুরীর?

এবার কোন কাজে মন দেবেন? জানালেন অভিনেতা।

Tota Roy Chowdhury shares his plan after end of Sreemoyee serial | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 20, 2021 5:58 pm
  • Updated:January 20, 2022 6:25 pm  

সুপর্ণা মজুমদার: ২০১৯ সালে বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হয় ‘শ্রীময়ী’ (Sreemoyee)। তার অনেক পরে ধারাবাহিকে আসে রোহিত সেনের (Rohit Sen) চরিত্র। যাতে অভিনয় করে ছোটপর্দার দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছে টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। গত রবিবার সম্প্রচারিত হয়েছে ‘শ্রীময়ী’র শেষ এপিসোড। এখন কী করছেন টোটা? টেলিফোনের মাধ্যমে প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা। 

সোমবার দক্ষিণেশ্বর দর্শনের ছবি পোস্ট করেন টোটা। ক্যাপশনে লেখেন, ‘যত মত, তত পথ’। বাংলা টেলিভিশনে রোহিত সেনের পর্ব শেষ হওয়ার পর টোটার পথ কোনদিকে যাচ্ছে? প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, বড়পর্দার কিছু কাজ রয়েছে। পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মেও কিছু নতুন প্রজেক্টের কাজ শুরু করতে পারেন। তার আগে রয়েছে করণ জোহর প্রযোজিত বলিউড ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Ki Prem Kahani)। আগামী মাসেই রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ছবির শুটিং করতে মুম্বই যাবেন টোটা।

Advertisement

Tota Roy Chowdhury

[আরও পড়ুন: Jacqueline Fernandez: জ্যাকলিনকে কাছে পেতে ৫০০ কোটি টাকার সিনেমা তৈরির প্রস্তাব দেয় ‘ঠগবাজ’ সুকেশ!

‘শ্রীময়ী’ ধারাবাহিকের শেষে রোহিত সেনের মৃত্যু মেনে নিতে পারেননি বাংলা টেলিভিশনের দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দুঃখপ্রকাশ করেন। প্রথম যখন রোহিত সেনের ভূমিকায় অভিনয় করেন, এমন জনপ্রিয়তা কি আশা করেছিলেন? তা একেবারেই করেননি বলে জানান টোটা। জনপ্রিয় ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে গ্রহণ করেছিলেন। তবে দর্শকদের ভালবাসায় কৃতজ্ঞ অভিনেতা। 

 

‘শ্রীময়ী’তে অসাধারণ কিছু শিল্পীর সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন। সেই স্মৃতি সারাজীবনের সম্পদ হয়ে থাকবে বলে জানান টোটা। ফেলুদা হিসেবে অভিনেতাকে ফের কবে দেখা যাবে? ‘সে প্রশ্নের উত্তর পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) জানেন’, বলেন টোটা। অবশ্য ইনস্টাগ্রামে পাহাড়ের ছবি আপলোড করে ‘ফেলুদা ফেরত’ সিরিজের তৃতীয় সিজনের কাজ শুরুর ইঙ্গিত দিয়েই রেখেছেন পরিচালক। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srijit Mukherji (@srijitmukherji)

[আরও পড়ুন: বাসর রাত কাটিয়েই নতুন বউকে তালাক দিল বর! কী এমন ঘটল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement