Advertisement
Advertisement

Breaking News

Dev Madhuri Jeet

‘দিল তো পাগল হ্যায়…’, মাধুরী দীক্ষিতের সঙ্গে চুটিয়ে নাচ দেব ও জিতের, দেখুন ভিডিও

‘সুপার সিঙ্গার ৩’ শোয়ের ফিনালের মঞ্চে পারফর্ম করেন তিন তারকা। 

Tollywood star Dev and Jeet performs with Madhuri Dixit | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 20, 2022 9:08 pm
  • Updated:March 20, 2022 10:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে দেব (Dev), অন্যদিকে জিৎ (Jeet), আর মাঝে মাধুরী দীক্ষিত। বলিউডের ডান্সিং ডিভার সঙ্গে চুটিয়ে নাচলেন টলিউডের দুই সুপারস্টার। সাক্ষী থাকলেন বাংলা টেলিভিশনের দর্শকরা। ‘সুপার সিঙ্গার ৩’ শোয়ের ফিনালের মঞ্চে একসঙ্গে দেখা গেল তিন তারকাকে। 

Dev Madhuri and Jeet

Advertisement

রবিবার দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত টানা হয় ‘সুপার সিঙ্গার থ্রি’র ফিনালে। সেখানেই বলিউডের মোহিনীর সঙ্গে নাচতে দেখা যায় দেব ও জিৎকে। মাধুরীর (Madhuri Dixit) সঙ্গে নাচের ছোট্ট একটি ভিডিও আপলোড করেন দেব। প্রথমেই বলিউড সুন্দরীর সামনে হাঁটু মুড়ে বসে পড়েন জিৎ। তারপর ডেকে নেন দেব। দু’জনের সঙ্গে ‘দিল তো পাগল হ্যায়…’ গানের ছন্দে নেচে ওঠে বি-টাউনের ‘ধকধক গার্ল’। মাধুরীর সঙ্গে নাচের এই অভিজ্ঞতাকে ব্যাখ্যা করতে গিয়ে ইনস্টাগ্রামে দেব লেখেন, “আহা কী সুন্দরই না ছিল এই অভিজ্ঞতা!”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

[আরও পড়ুন: হিন্দু ধর্মের অপমান! নেটিজেনদের রোষানলে অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’]

ফিনালেতেই বাংলার মহানায়িকা সুচিত্রা সেনকে শ্রদ্ধা জানিয়েছেন মাধুরী দীক্ষিত। অনেকেই বলিউডের মাধুরী দীক্ষিতের চেহারার সঙ্গে ‘মহানায়িকা’ সুচিত্রা সেনের মিল পান। অনেকের মতে, দু’জনের হাসি যেন অবিকল এক। আর সেই মিল নিয়েই অভিনেত্রী নেচে  ওঠেন সুচিত্রা সেনের সিনেমার গানের সুরে।

Madhuri Dixit tributes Suchitra Sen on Super Singer Finale | Sangbad Pratidin

শুধু মাধুরী দীক্ষিত নন, বিশেষ এই পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন আরও একাধিক তারকা। ছিলেন ইলা অরুণ, শান, কবিতাস কৃষ্ণমূর্তি, বাদশা, পলক মুচ্ছাল। বিচারকের আসনে কুমার শানু, কৌশিকী চক্রবর্তী, সোনু নিগম। অনুষ্ঠানে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে গানে গানে শ্রদ্ধা জানান কৌশিকী। গোটা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব সামলেছেন যিশু সেনগুপ্ত। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

[আরও পড়ুন: নববর্ষে বড়পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘অভিযান’, কিংবদন্তির স্মৃতি ফেরাল নতুন ট্রেলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement