Advertisement
Advertisement

Breaking News

Tiyasha Lepcha

হট প্যান্টে উদ্দাম নাচ তিয়াশার, ‘বাংলা মিডিয়াম-এর প্রিন্সিপালের নমুনা’, ধেয়ে এল কটাক্ষ

জনপ্রিয় 'কাঁটা লাগা' গানে নাচের ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। তাতেই শুরু হয়ে যায় বিদ্রুপ।

Tiyasha Lepcha trolled for her dancing video | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 27, 2023 2:38 pm
  • Updated:September 27, 2023 2:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোলা আকাশের নিচে ছাদ। আর ছাদের উপরে ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের ইন্দিরা অর্থাৎ তিয়াশা লেপচার (Tiyasha Lepcha) নাচ। জনপ্রিয় ‘কাঁটা লাগা’ গানের তালে চুটিয়ে নাচলেন অভিনেত্রী। কিন্তু নিন্দুকদের এ নাচ হজম হয়নি। তাই প্রশংসার পাশাপাশি নিন্দাও জুটেছে ছোটপর্দার তারকার।

Tiyasha-Lepcha-1

Advertisement

সাতের দশকে মুক্তি পাওয়া ‘সমাধি’ সিনেমার গান ‘কাঁটা লাগা’। আর ডি বর্মনের সুরে গানটি গেয়েছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। সেই গান আবার নয়ের দশকে রিমেক করা হয়। যাতে শেফালি জারিওয়ালাকে নাচতে দেখা যায়। এই গানেই নাচের রিল ভিডিও পোস্ট করেন তিয়াশা। অভিনেত্রীর পরনে ছিল হট প্যান্ট আর হলুদ শার্ট।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tiyasha Lepcha (@tiyashalepchaofficial)

[আরও পড়ুন: ছুটি শেষ! গদ্দার না দেশভক্ত? নিজেকে প্রমাণ করতে হাজির ‘টাইগার’ সলমন]

তিয়াশার এই নাচের প্রশংসা অনেকেই করেছেন। আবার কমেন্টবক্সে নিন্দুকও জুটেছে। এর মধ্যেই একজন লিখেছেন, “বাংলা মিডিয়াম-এর প্রিন্সিপালের নমুনা।” একজন আবার লিখেছেন, “প্যান্টটা একটু বড় হয়ে গিয়েছে আরেকটু ছোট পরতে হতো।” যদিও এমন মন্তব্যের তোয়াক্কা কোনওদিনই করেননি অভিনেত্রী। নিজের শর্তেই বাঁচতে পছন্দ করেন তিনি।

Tiyasha-Lepcha-2

‘কৃষ্ণকলি’ ধারাবাহিক থেকে দর্শকদের মন জয় করেছিলেন নীল-তিয়াসা জুটি। সেই জুটিই ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে ফিরিয়ে আনা হয়েছে। গত সপ্তাহের টিআরপি তালিকায় দশম স্থানে ছিল ধারাবাহিকটি। এর মধ্যেই আবার অভিনেত্রীর প্রেমের খবর শোনা গিয়েছে। এর আগে অভিনেতা সুবানের সঙ্গে তিয়াশার বিয়ে হয়েছিল। দুজনের মধ্যে বিচ্ছেদও হয়ে গিয়েছে। সম্প্রতি নিজের জন্মদিনে এক সংবাদমাধ্যমকে তিয়াশা নাকি জানিয়েছেন, প্রেম করছেন তিনি। আর জন্মদিনে প্রেমিকের কাছ বিশেষ জামাও উপহার হিসেবে পেয়েছে। তবে প্রেমিকের নাম এখনই প্রকাশ্যে আনতে রাজি নন অভিনেত্রী।

[আরও পড়ুন: বাংলার অ্যালবার্ট কাবোর গানে নাচলেন মাধুরী দীক্ষিত, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement