সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে গোটা একটা সপ্তাহ কেটে গেল। সিরিয়ালের দুনিয়ার ইঁদুর দৌড়ে কোন সিরিয়াল এগিয়ে গেল, কোন সিরিয়াল রইল পিছনে। প্রথম দশের হাল হকিকত জানাতে চলে এল নতুন TRP তালিকা।
গত কয়েক সপ্তাহের মতো এ সপ্তাহেও প্রথম স্থান ধরে রেখেছে ‘জগদ্ধাত্রী’ (৯.১)। এই ধারাবাহিকে এখনও জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর তদন্ত চলছে। অন্যদিকে মুখোপাধ্যায় বাড়িতে কোম্পানির অধিকার নিয়ে চলছে তরজা। কৌশিকী আত্মগোপন করেই রয়েছে। তারও লড়াই চলছে নিভৃতে। চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ (৮.৪)। এই ধারাবাহিকে রোহিত ও ফুলকির সামনে বড় বিপদ। দুর্ঘটনায় আহত হয়েছে রোহিত। ফুলকি আপ্রাণ চেষ্টা করে চলেছে তাঁকে বাঁচাতে।
View this post on Instagram
এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে ‘গীতা এলএলবি’ (৮.৩)। কয়েক মাসের মধ্যেই দর্শকদের পছন্দের তালিকায় চলে এসেছে এই সিরিয়াল। ধীরে ধীরে উন্নতি করছে ‘অনুরাগের ছোঁয়া’ (৭.৮)। চলতি সপ্তাহে চতুর্থ স্থান পেয়েছে এই ধারাবাহিক। এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’ (৭.৭)। ঈশার চক্রান্তের শিকার দত্ত পরিবার! পর্ণা কি পারবে দত্ত বাড়িকে বাঁচাতে? দেখা যাবে পরবর্তী এপিসোডে। তার আগে সাধারণতন্ত্র দিবসের স্পেশাল এপিসোডও রয়েছে।
View this post on Instagram
পরাগের বিষক্রিয়ায় ষড়যন্ত্রের শিকার হল শিমুল! থানায় গিয়ে শিমুলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে প্রতীক্ষা। কীভাবে নিজেকে নির্দোষ প্রমাণিত করবে শিমুল? দেখা যাবে ‘কার কাছে কই মনের কথা’তে (৭.০)। ষষ্ঠ স্থানে রয়েছে এই সিরিয়াল। সপ্তম স্থানে এবার রয়েছে ‘তোমাদের রাণী’ ও ‘কোন গোপনে মন ভেসেছে’ (৬.৯)। অষ্টম স্থান পেয়েছে ‘সন্ধ্যাতারা’ (৬.৮)। ‘লাভ বিয়ে আজকাল’ ও ‘জল থই থই ভালোবাসা’ (৬.৬) রয়েছে নবম স্থানে। দশম স্থান পেয়েছে ‘তুমি আশেপাশে থাকলে’ (৬.২)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.