ছবি ফাইল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বইয়ের পাতা থেকে ওটিটি-র পর্দায় উঠে আসবে অভীক সরকারের গল্প ‘ভোগ’। এই গল্প যাঁরা ইতিমধ্যেই পড়ে ফেলেছেন কিংবা কোনও অডিও মাধ্যমে শুনেছেন তাঁরা নিজেদের মতো করে চরিত্রগুলি কল্পনা করে নিয়েছেন। বইয়ের পাতায় পড়া, কল্পনা করা সেই চরিত্রগুলিকে এবার পর্দায় দেখা গেল। রবিবার মুক্তি পেল ওয়েব সিরিজ ‘ভোগ’-এর প্রথম ঝলক। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, পার্ণো মিত্র ও রজতাভ দত্তকে। এক তান্ত্রিক দেবীমূর্তি। আর তাকে ঘিরে থাকা এক প্রাচীন রহস্য- এই আবহেই গল্পের জাল বুনেছেন পরিচালক।
টিজারের প্রথম ঝলকই একরাশ ভয় ও উৎকন্ঠা জাগাবে দর্শকের মনে। কপালে লাল তিলক, উস্কোখুস্কো ঝাঁকড়া চুলে অনির্বাণের রহস্যময় উপস্থিতি টিজারে। ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারের শুরুতেই অনির্বাণ ও এক অচেনা দেবীমূর্তির দেখা মেলে। রোমাঞ্চকর আবহে অনির্বাণকে প্রশ্ন করতে শোনা যায়, ‘এটা কোন দেবী রে…?’ তারপর একাধিক রহস্যে মোড়া কর্মকাণ্ডের ছবি পর্দায় ভেসে ওঠে। পাশাপাশি অনির্বাণের কন্ঠে শোনা যায় অচেনা দেবীমূর্তির বর্ণনা। এরপরই রজতাভ দত্তের কন্ঠস্বর ভেসে ওঠে। তাঁর অভিনীত চরিত্র বলে ওঠে ‘কোনও তান্ত্রিক দেবীর মূর্তি’। ক্রমে অনির্বাণের আচরণে ও বেশভূষায় বদল ধরা পড়ে টিজারে। শেষে পার্ণোর একঝলক উপস্থিতি। হিমশীতল কণ্ঠে অভিনেত্রী বলে ওঠেন ‘ভোগ দিবি না আমাকে?’ কে এই নারী? প্রশ্ন রেখে যায় অজস্র।
প্রসঙ্গত, অভিনেতা হিসাবে পরমব্রত ও অনির্বাণকে এর আগে একসঙ্গে কাজ করতে দর্শক দেখেছেন । তবে একে অপরের পরিচালনায় কাজ করেননি কখনও। এবার পরমব্রতর পরিচালনায় প্রথমবার অভিনয় করেছেন অনির্বাণ। স্বভাবতই এই সিরিজ নিয়ে দর্শকের উৎসাহ চোখে পড়ার মতো। অলৌকিক-থ্রিলারধর্মী সিরিজ ‘ভোগ’-এর চিত্রনাট্য ও সংলাপ লিখছেন শান্তনু নিয়োগী ও পরমব্রত চট্টোপাধ্যায় নিজে। আগামী পয়লা মে ‘হইচই’তে মুক্তি পাবে সিরিজটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.