প্রিয়ক মিত্র: এই মুহূর্তে দেশ উত্তাল কৃষক আন্দোলন (Farmers’ Protest)নিয়ে। দেশের বিনোদন জগৎ থেকেও কৃষি বিক্ষোভের সমর্থন এবং বিরোধিতা – দুইই ভেসে উঠছে। রাজধানীর সীমানাজুড়ে এখনও আন্দোলনের উত্তাপ। এই পরিস্থিতিতেই জি বাংলার পর্দায় আসছে ‘রিমলি’। এক কৃষক-কন্যার প্রতিবাদের কথা তুলে ধরবে এই ধারাবাহিক। কৃষকরাই আমাদের অন্নদাতা। অথচ তাদের গ্রাসাচ্ছাদন আজ সংকটে। কারণ, মহাজন তাদের ন্যায্য পারিশ্রমিক দেয় না। এই সংগ্রামের কাহিনি তুলে ধরবে নতুন ধারাবাহিক।
জি বাংলায় (Zee Bangla) শুরু হতে চলা নতুন ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে, মহাজনের তরফ থেকে জানানো হচ্ছে, ধানের ন্যায্য দর কৃষকরা পাচ্ছে না। আর সেখানেই প্রতিবাদী হয়ে ওঠে রিমলি। ধান ঝাড়ার কাজ থামিয়ে ঘুরে দাঁড়িয়ে ন্যায্য অধিকারের দাবিতে ফুঁসে ওঠে সে। গত বছরও তারা ফসলের ন্যায্যমূল্য পায়নি, এই তথ্য জানিয়ে সে প্রশ্ন তোলে, সারাবছর মুখে রক্ত তুলে দেশের সকলের মুখে অন্ন জোগান দেয় যারা, তবে তাদের কেন এই দুর্দশা?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.