Advertisement
Advertisement

Breaking News

স্বস্তিকার ‘বিজয়া’য় টেলিপর্দার রৌনক! প্রথম সিরিজেই চমক দেবেন টলিউড অভিনেতা

কবে মুক্তি এই সিরিজের?

television actor Raunak Dey Bhowmick now make a debut on OTT
Published by: Akash Misra
  • Posted:June 19, 2024 1:33 pm
  • Updated:June 19, 2024 2:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্য়েই টেলিপর্দার জনপ্রিয় মুখ অভিনেতা রৌনক দে ভৌমিক। ‘কৃষ্ণকলি’, ‘আলতা ফড়িং’, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, ‘তুঁতে’, ‘তোমাদের রানি’, ‘তুমিই যে আমার মা’ ধারাবাহিকে অভিনয় করে প্রত্যেক বাঙালির ড্রয়িংরুমের আলোচিত নাম। সেই রৌনকের ঝুলিতেই এবার বড় সাফল্য। হইচই ওটিটির নতুন সিরিজ ‘বিজয়া’তে স্বস্তিকা মুখোপাধ্য়ায়ের বিপরীতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছে টলিউডের নতুন অভিনেতা রৌনক। মাত্র ২৪ বছর বয়সেই একের পর সাফল্য। আর এবার সিরিজের অংশ। তা কেমন লাগছে রৌনকের?

সংবাদ প্রতিদিন ডিজিটালকে রৌনক জানালেন, ”এতদিন টেলিভিশনে আমাকে দর্শকরা যেভাবে পেয়েছেন, তার থেকে সিরিজের চরিত্রটা অনেকটাই আলাদা। আসলে, এই সিরিজের গল্পে একটা রহস্য রয়েছে। আমার চরিত্র সম্পর্কে এর থেকে বেশি কিছু বলা যাবে না। না হলে সাসপেন্স ফাঁস হয়ে যাবে।”

Advertisement

[আরও পড়ুন: জটিল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক! কোন বিপর্যয়ের মুখে পড়লেন?]

রৌনকের কথায়, ”আসলে টেলিভিশনের পর, ওটিটি একেবারেই একটা নতুন মাধ্যম। অভিজ্ঞতা দারুণ। বিশেষ করে সায়ন্তনদার সঙ্গে কাজ করে দারুণ লেগেছে। তা উপর প্রথম সিরিজেই স্বস্তিকাদির (স্বস্তিকা মুখোপাধ্য়ায়) মতো অভিনেত্রীর সঙ্গে ফ্রেম শেয়ার করা। অনেক কিছু শিখেছি। আশা করি দর্শকদের আমার অভিনয় ভালো লাগবে ”

কয়েক মাস আগে প্রকাশ্যে এসেছিল বিজয়া সিরিজের ঝলক। প্রথম ঝলকেই আভাস ছিল, এই সিরিজে একেবারে অন্যরকম হতে চলেছে। এবার মুক্তির পালা। হইচইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৫ জুলাই মুক্তি পাচ্ছে পরিচালক সায়ন্তন ঘোষালের নতুন সিরিজ ‘বিজয়া’।

[আরও পড়ুন: বিয়ের আগে উদ্দাম পার্টি সোনাক্ষী-জাহিরের! শেয়ার করলেন একাধিক ছবি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement