Advertisement
Advertisement

Breaking News

‘বিগ বস’-এর উপর বেজায় চটেছেন এই প্রতিযোগীর স্ত্রী, কেন জানেন?

দীর্ঘ চিঠিতে উগড়ে দিলেন ক্ষোভ৷

Teejay Sidhu Lashes Out At Bigg Boss
Published by: Tanujit Das
  • Posted:November 13, 2018 9:55 pm
  • Updated:November 13, 2018 10:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমে গিয়েছে ‘বিগ বস’-এর নয়া সিজন৷ প্রত্যেকবারের মতোই এবারও হাসি-কান্না-মজা-আনন্দ-স্ট্র্যাটেজি-টাস্কের মিশেলে জমজমাট ‘বিগ বস’-এর আসর৷ প্রথম দিকে খারাপ থাকলেও এখন টিআরপি-ও বেশ উপরের দিকে৷ প্রত্যেকবারই আকর্ষণের কেন্দ্রে থাকেন ভাইজান সলমন খান৷ ‘উইক এন্ড কা বারে’ সপ্তাহান্তে এসে প্রতিযোগীদের ক্লাস নেন তিনি৷ দেন উল্লেখযোগ্য পরামর্শ৷ প্রয়োজনে করেন ভর্ৎসনা৷ গত কয়েকটি সিজনে সলমনের এই বকুনি সহ্য করতে পারেননি অনেক প্রতিযোগী৷ কুশল টন্ডন থেকে শুরু করে প্রিয়াঙ্কা জাগ্গা মিউস, ইমাম সিদ্দিকি থেকে শুরু করে জুবির খান৷ প্রত্যেকেই ঘর থেকে বেরিয়ে সলমনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন৷ সেই ট্রেন্ড বাদ পড়ল না চলতি সিজনেও৷ তবে এখনও পর্যন্ত কোনও প্রতিযোগী মুখ খোলেননি৷ কিন্তু ‘বিগ বস’এর বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রতিযোগী করণবীর বোহরার স্ত্রী তেজা সিধু৷

[বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মোনালিসা, পাত্র কে জানেন?]

Advertisement

‘বিগ বস’এর ঘরে এখনও বদ্ধ রয়েছেন টেলি অভিনেতা করণবীর বোহরা৷ প্রত্যেক সপ্তাহের শনি ও রোবিবার এসে, তাঁর সঙ্গে মশকরা করেন সলমন খান৷ তাঁর পোশাক থেকে শুরু করে ‘গিভ আপ’ স্বভাবের মজা ওড়ান ‘দাবাং খান’৷ মিষ্টি কথায় কখনও কখনও করণকে অপমানও করেন তিনি৷ কিন্তু স্বামীর এই অপমান মুখ বুঝে সহ্য করতে পারলেন না তাঁর স্ত্রী৷ সটান একটি আস্ত চিঠি লিখে ফেললেন ‘বিগ বস’ নির্মাতাদের উদ্দেশ্যে৷ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই চিঠির একটি ফটোকপি আপলোড করেছেন তেজা সিধু৷

[উপহারের বদলে বিয়েতে এটাই চাইলেন রণবীর-দীপিকা]

সেখানে তিনি ‘বিগ বস’ কর্তৃপক্ষকে প্রশ্ন করেছেন, ”প্রত্যেক ‘উইক এন্ড কা বারে’ কেন আমার স্বামীর মজা ওড়ান হয়?” এখানেই শেষ নয়, দীর্ঘ চিঠিতে করণের একের পর এক সিরিয়ালের বিবরণ দেন তিনি৷ করণের স্বভাব ও কাজের প্রশংসা করেন৷ মুম্বই টেলিভিশন জগতে তার কদর কতটা চিঠির ছত্রে ছত্রে তা বোঝানোর চেষ্টা করেন তেজা৷ শেষে তিনি তুলনা টেনে আনেন ‘বিগ বস’এর ঘরের একটি ঘটনার৷  তেজা প্রশ্ন করেন, “রোহিত সুচান্তি  গোলাপি প্যান্ট পরলে এবং সেটা নিয়ে মজা করলে বিষয়টির নিন্দা করা হয়৷ এক্ষেত্রে কী হবে?” কেবল তেজাই নন, করণের পাশে দাঁড়িয়ে ‘বিগ বস’ নির্মাতাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন করণবীরের বি-টাউনের অন্যান্য বন্ধু  ও তাঁর অনুরাগীরা৷ টুইট করে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা৷ তাঁদেরও একই প্রশ্ন কেন প্রত্যের সপ্তাহে করণকেই টার্গেট করা হচ্ছে?

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement