Advertisement
Advertisement

চোখে সানগ্লাস, গলায় মোটা সোনার চেন, ‘খোকন’ সাজে তথাগত, ব্যাপার কী?

অভিনেতা নিজেই শেয়ার করেছেন ছবি।

Tathagata Mukherjee shares his new look | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 7, 2023 6:15 pm
  • Updated:July 7, 2023 6:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোল পালটে ফেললেন তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। সাদা ধুতি-পাঞ্জাবি পরেছেন অভিনেতা। কাঁধে গামছা। ছোট করে মাথার চুলও কেটেছেন। আর রোদচশমা পরে গলায় ঝুলিয়েছেন সোনার চেন। এভাবেই ‘খোকন’ সেজেছেন অভিনেতা। কিন্তু কেন? কারণ তিনি আপলোড করা ছবির ক্যাপশনেই জানিয়ে দিয়েছেন।

Tathagata Mukherjee

Advertisement

এবার থেকে স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালে দেখা যাবে অভিনেতাকে। তার জন্যই এই ভোলবদল। জানা গিয়েছে, ধারাবাহিকে প্রভাবশালী ডনের চরিত্রে অভিনয় করতে চলেছেন তথাগত।  যার একমাত্র উদ্দেশ্য, নায়িকা ঐশানীকে বিয়ে করা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tathagata Mukherjee (@tathagata_official_)

[আরও পড়ুন: কোলের সন্তানকে হারালেন গায়ক অ্যালবার্ট কাবো, বাবার কাতর পোস্টে চোখ ভিজল নেটপাড়ার]

বড়পর্দায় অভিনেতা হিসেবে নিজের সফর শুরু করেছিলেন তথাগত। পরে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এর পাশাপাশি চুটিয়ে ছোটপর্দায় অভিনয় করে চলেছেন তিনি। এর আগে ‘দেশের মাটি’ সিরিয়ালে ডোডো হিসেবে দেখা গিয়েছে তথাগতকে। এবার তিনি ‘হরগৌরী পাইস হোটেল’-এর খোকন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

‘নিম ফুলের মধু’কে সরিয়ে এবারের টিআরপি তালিকায় চতুর্থ স্থান দখল করেছে ‘হরগৌরী পাইস হোটেল’। গল্পে ঘোষ পরিবারকে বাড়িছাড়া হতে হয়। তাতেই নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দর্শকদের ধারাবাহিক নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ফল মিলেছে টিআরপি তালিকায়।

[আরও পড়ুন: ‘ডাঙ্কি’র পোস্টার তৈরি করে চমকে দিলেন শাহরুখ অনুরাগী, কী বলছেন নেটিজেনরা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement