Advertisement
Advertisement

Breaking News

Gurucharan Singh

৪ দিন ধরে নিখোঁজ ‘তারক মেহতা’র সোধি, পুলিশের দ্বারস্থ পরিবার

দিল্লি থেকে মুম্বই যাওয়ার পথে বিমানবন্দর থেকেই নিঁখোজ হয়ে যান গুরুচরণ।

'Tarak Mehta' actor Gurucharan Singh missing, police files kidnapping case
Published by: Sandipta Bhanja
  • Posted:April 27, 2024 12:54 pm
  • Updated:April 27, 2024 1:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত চার দিন ধরে নিরুদ্দেশ ‘তারক মেহতা কা উলটা চশমা’র (Taarak Mehta Ka Ooltah Chashmah) সোধি। শুক্রবার এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই জনপ্রিয় টেলিসিরিজের দর্শক অনুরাগীদের মন খারাপ। জানা গিয়েছে, দিল্লি থেকে মুম্বই যাওয়ার পথে বিমানবন্দর থেকেই নিঁখোজ হয়ে যান গুরুচরণ সিং (Gurucharan Singh) ওরফে সোধি। ঘরের ছেলেকে ঘরে ফেরাতে শেষমেশ পুলিশের দ্বারস্থ পরিবার। থানায় মিসিং রিপোর্ট দায়ের করেছেন গুরুচরণের বাবা।

অভিনেতার বাবা হরগীত সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গুরুচরণ আর বাড়ি ফেরেননি। নিঁখোজ ডায়েরিতে লেখা, “আমার ছেলে গুরুচরণ সিং, বয়স ৫০। ২২ এপ্রিল সকাল সাড়ে ৮টায় মুম্বই যাওয়ার জন্য বের হন। বিমানে যাওয়ার কথা ছিল। কিন্তু গুরুচরণ মুম্বই পৌঁছননি। গত ৪ দিন ধরে নিখোঁজ। ফোনেও পাওয়া যাচ্ছে না। গুরুচরণ মানসিকভাবে স্থিতিশীল। আমরা ওঁকে সব জায়গায় খোঁজার চেষ্টা করেছি। তবে পাইনি।”

Advertisement

[আরও পড়ুন: ‘গদ্দার’ শব্দে আপত্তি! ‘চাইলে মিঠুনদাকে কিডনি দিতে পারি’, সাফ কথা দেবের]

এদিকে সোধির বন্ধু মিস সোনি জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে গত কয়েকদিন ধরেই নাকি গুরুচরণের মন ভালো ছিল না। উচ্চ রক্তচাপ থাকার জন্য বেশ কয়েকটা পরীক্ষাও করাতে হয়েছিল তাঁকে। খাওয়াদাওয়াও নাকি তেমন করছিলেন না। সোধির চরিত্রে ‘তারক মেহতা কা উলটা চশমা’ ধারাবাহিকে মন কেড়েছিলেন গুরুচরণ সিং। তবে ২০২০ সালেই সেই সিটকমকে বিদায় জানান অভিনেতা। বাবার স্বাস্থ্যের কারণেই সেই শো ছেড়েছিলেন তিনি।

[আরও পড়ুন: কাঞ্চনের ‘জিপ-বিভ্রাটে’ হেসে খুন প্রাক্তন পিঙ্কি, কী বলছেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement