Advertisement
Advertisement
Tanushree Saha

‘খুন হয়েও যেতে পারত…’, অ্যাপ বাইকে ভয়াবহ অভিজ্ঞতা অভিনেত্রীর

শুটিং থেকে ফিরছিলেন অভিনেত্রী। তখনই এই ঘটনা ঘটে।

Tanushree Saha shared her bitter experience with App bike
Published by: Suparna Majumder
  • Posted:May 11, 2024 2:39 pm
  • Updated:May 11, 2024 2:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের রাস্তায় অনেকেরই ভরসা অ্যাপ ক্যাব বা অ্যাপ বাইক। সহজেই গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। অভিনেত্রী তনুশ্রী সাহাও (Tanushree Saha) অ্যাপ বাইকের ভরসাতেই শুটিং থেকে ফিরছিলেন। কিন্তু ভয়াবহ অভিজ্ঞতা হল তাঁর। সোশাল মিডিয়ায় জানালেন সেই কথা। পাশাপাশি কলকাতা পুলিশকেও (Kolkata Police) দিলেন ধন্যবাদ।

Tanushree
ছবি: ইনস্টাগ্রাম

ছোটপর্দার পরিচিত মুখ তনুশ্রী। বর্তমানে কালার্স বাংলার ‘রাম কৃষ্ণা’ ধারাবাহিকে তুলতুলির ভূমিকায় অভিনয় করেন। অ্যাপ বাইকের এই তিক্ত অভিজ্ঞতার কথা ইনস্টাগ্রামে জানান অভিনেত্রী। নিজের বক্তব্যের শুরুতে কলকাতা পুলিশকে ধন্যবাদ দেন তিনি। তনুশ্রী জানান, শুটিং থেকে ফেরার পথে বাইকটি বুক করেছিলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘রাতে শুতে পারলে আরও মজা লাগে’, ভোট প্রচারে ট্রেনে উঠে নস্ট্যালজিক রচনা]

তনুশ্রীর অভিযোগ, শুরু থেকেই ড্রাইভার বাজে ব্যবহার করছিলেন। দুবার দুর্ঘটনা হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল। এ বিষয়ে ড্রাইভারকে সতর্ক করেন অভিনেত্রী। এতেই নাকি ক্ষিপ্ত হয়ে গাড়ি থামিয়ে গালিগালাজ করতে থাকেন ড্রাইভার। অভিনেত্রীকে গাড়ি থেকে নামতেও বলেন তিনি।

Tanushree Post

তনুশ্রীর কথায়, “আমি গাড়ি থেকে নামিনি দেখে ১ সেকেন্ডের মধ্যে আমাকে মারতে এসেছিলেন। আমি বলে প্রতিবাদ করে নিজেকে বাঁচিয়ে নিয়েছি। কিন্তু আমার জায়গায় অন্য মেয়ে, মহিলা হলে খুন হয়েও যেতে পারত। আজ আমি ওনার এত হিংস্র রূপ দেখেছি। ছেলেটির বয়স খুব বেশি হলে ২৮, ২৯ হবে। আমি ওঁর বাইক আটকে রেখেছিলাম, সাথে কলকাতা পুলিশকে ফোন করেছিলাম। ৩০ মিনিটের মধ্যে কলকাতা পুলিশ স্পটে এসে উপযুক্ত ব্যবস্থা নেয়।” অভিনেত্রী জানান, তাঁর বাড়ি থেকে শুটিং স্পটের দূরত্ব ২৮ কিলোমিটার। কলকাতা পুলিশ আছে বলেই রোজ একা একা মাঝরাতে যাতায়াত করার সাহস পান।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tanushree Saha (@tanushreesaha_official)

[আরও পড়ুন: ফেলুদার সম্মোহনের শক্তিতে বাজিমাত করল ‘নয়ন রহস্য’, পড়ুন রিভিউ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement