সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সাবধান ইন্ডিয়া’-র দৌলতে বেশিরভাগ মানুষের ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছেন সুশান্ত সিং৷ রূপোলি জগতের দোরগোড়াতেও আনাগোনা ছিল না সুশান্তের বোনের৷ তাই তাঁর বোনকে খুব বেশি লোক চেনেন না। এবার নিজের বোনের সঙ্গে পরিচয় ঘটালেন সুশান্তই নিজেই৷ তাও আবার দুঃসংবাদ দিয়েই৷
দিনকয়েক আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ‘সাবধান ইন্ডিয়া’ খ্যাত সুশান্ত সিং৷ সেই ছবির মাধ্যমে অনুরাগীদের সঙ্গে নিজের বোন সোফিয়ার আলাপ করিয়ে দেন তিনি৷
ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘‘আমার বোন সোফিয়া জটিল স্নায়ুরোগে ভুগছে৷ রোগ প্রতিরোধের ক্ষমতাও ধীরে ধীরে হারিয়ে ফেলছে সোফিয়া৷ সুস্থ করে তোলার জন্য স্টেরয়েড ইনজেকশন দেওয়া হচ্ছে৷’’ এই পরিস্থিতিতে তাঁর অনুরাগীদের কাছ থেকে শুভকামনা জানানোর আবেদন জানান সুশান্ত সিং৷
This is an appeal friends. My younger Sister Sofiya has been diagnosed with CIDP. An auto-immune disorder, the only treatment of Steroids and Immuno-suppressants isn’t working. Trying to find any new breakthrough, please RT and help us reach out to the right people. pic.twitter.com/idVOWm0Jlo
— sushant singh (@sushant_says) September 7, 2018
চিকিৎসকদের দাবি, ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিমাইলাইনেটিং পলিনিউরোপ্যাথি রোগটি আসলে এক ধরনের স্নায়ুর রোগ৷ অত্যন্ত দুর্বলতা, গোটা শরীরে যন্ত্রণাই এই রোগের প্রধান লক্ষণ৷ তবে চিকিৎসকদের দাবি, সব সময় প্রত্যেক রোগীর ক্ষেত্রে একই উপসর্গ দেখা যায় না৷ সঠিক সময় চিকিৎসা শুরু না হলে, শারীরিক দুর্বলতা ধীরে ধীরে চরম আকার ধারণ করে৷ শয্যাশায়ী হয়ে পড়তে পারেন এই রোগে আক্রান্ত রোগী৷ স্টেরয়েড ইনজেকশনের মাধ্যমে এই রোগ সারানো সম্ভব বলেও দাবি চিকিৎসকদের৷ এই জটিল রোগেই আক্রান্ত হয়েছে সোফিয়া৷
ইনস্টাগ্রাম পোস্টের পরেই সুশান্ত সিংয়ের পাশে দাঁড়ান অনুরাগীরা৷ পালটা ইনস্টাগ্রাম পোস্টে স্নায়ু রোগ সম্পর্কে মন্তব্য করেন নেটিজেনদের একাংশ৷ আবার কেউ বা কীভাবে চিকিৎসা চলছে, সে বিষয়েও খোঁজখবর নেন৷ যে যাই মন্তব্য করুন না কেন, নেটিজেনরা সোফিয়ার আরোগ্য কামনা করতেও ভোলেননি৷বোনের অসুস্থতা নিয়ে চিন্তিত সুশান্ত সিং৷ এত কিছুর মাঝেও অনুরাগীদের শুভকামনা মনের জোর জোগাচ্ছে অভিনেতাকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.